Weather Update: বাড়ল তাপমাত্রা, ফের বৃষ্টির পূর্বাভাস

kolkata-winter

নিউজ ডেস্ক, কলকাতা: গোটা বছর জুড়েই কমবেশি বৃষ্টি হয়েছে। বছরের শুরু থেকেই ভুগিয়েছে বৃষ্টি। এবার বছরের শেষ লগ্নে শীতের পথেও কাঁটা হয়ে দাঁড়িয়েছে সেই বৃষ্টি। বিহারে থাকা ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় এই শীতের মাঝেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সকাল থেকেই আকাশ থাকবে মেঘলা। পাশাপাশি তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। 

হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। বুধবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়বে। আকাশও মেঘলা থাকবে। কুয়াশার দাপট বাড়বে।

   

মঙ্গলবার পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান‌, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার পুরুলিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামে বৃষ্টি বাড়বে। যদিও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকালে ও রাতে কুয়াশার দাপট বাড়বে।

বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করতে শুরু করছে। যার জেরে আবহাওয়ায় বদল আসবে। তবে বছরের শুরুতে ফের রাজ্যে জাঁকিয়ে ব্যাটিং করবে শীত। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী সপ্তাহে ফের তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় আবারও ১ ডিগ্রি বেড়ে গেছে কলকাতার তাপমাত্রা। আবহাওয়া দফতরের তরফে জানা গেছে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গতকালের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আর এদিন সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৪.৫ ডিগ্রি পর্যন্ত।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন