Jalpaiguri: জলপাইগুড়িতে রাহুলের ন্যায় যাত্রা, এত কংগ্রেস? চমকে গেল তৃণমূল

অসমের মতোই পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রায় জনতার ঢল। এ রাজ্যে ক্ষয়িষ্ণু কংগ্রেসের এত সমর্থক দেখে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা তৃ়ণমূলে চাঞ্চল্য। জলপাইগুড়ি থেকে…

অসমের মতোই পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর (Rahul Gandhi) ন্যায় যাত্রায় জনতার ঢল। এ রাজ্যে ক্ষয়িষ্ণু কংগ্রেসের এত সমর্থক দেখে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা তৃ়ণমূলে চাঞ্চল্য। জলপাইগুড়ি থেকে প্রতিবেশি জেলা দার্জিলিংয়ের শিলিগুড়ি যাবেন রাহুল গান্ধী। সেখানে আরো বড় যাত্রা হবে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতারা।

রাহুলের সঙ্গে গাড়িতে সফর করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরী। জলপাইগুড়িতে ন্যায় যাত্রায় উপস্থিত হনশু দার্জিলিংয়ের হামারো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে রাহুলের যাত্রায় শামিল হওয়ারও আহ্বান জানান অজয়। মনে করা হচ্ছে দার্জিলিং আসনে কংগ্রেস ও পাহাড়ি দলগুলির মধ্যে জোট সমঝোতা হবে। 

রাহুল গান্ধীর সফরের মাঝেই উত্তরবঙ্গে থাকবেন তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, ন্যায় যাত্রায় মমতা ব্যানার্জিকে সাদর আমন্ত্রণ জানাই। তবে তৃ়নমূল সূত্রে খবর, মমতা যাচ্ছেন প্রশাসনিক কাজে। তিনি কোচবিহার যাবেন। পরে শিলিগুড়ি।

রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গেল জলপাইগুড়ি শহরে। এই জেলায় কংগ্রেসের বড় অংশের ভোটার আছেন সেটি বিগত ভোটের পরিসংখ্যান থেকে স্পষ্ট হয়। ঠিক তেমনই কংগ্রেসের শক্ত ঘাঁটি উত্তর দিনাজপুর। সফরে সেই জেলাতেও যাবেন রাহুল গান্ধী।

মণিপুর থেকে বিপুল সমর্থক উন্মাদনার ন্যায় যাত্রা নিয়ে উত্তর পূর্বাঞ্চল থেকে রাহুল গান্ধী ঢুকেছিলেন পশ্চিমবঙ্গে। এ রাজ্যের শাসক তৃণমূলের নেত্রী মমতা জানিয়ে দেন কংগ্রেসের সাথে আসন ভাগ হবে না। এর পাশাপাশি বিহারে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, INDIA জোট ছেড়ে NDA তে যাবেন বলে ইঙ্গিত দেন নীতীশ কুমার। দ্রুত ন্যায় যাত্রা স্থগিত করে দিল্লি গেভিন রাহুল। তবে নীতীশকে রোখা যাননি। INDIA জোট বদলে NDA জোটে ঢুকে নীতীশ কুমার সরাসরি ন্যায় যাত্রাকেই কটাক্ষ করেছেন। তিনি বলেছেন ফালতু ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধী। তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আর পাত্তা দিচ্ছেন না।