Rahul Gandhi: মুখ ঘুরিয়েছেন মমতা, ‘কাস্তে-হাতুড়ি’ হাতে বাংলায় রাহুলের প্রবেশ

পিছনে অসমের সিআইডি! সামনে বিপুল জনতা। অসমের গোলকগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে ঢুকছেন রাহুল গান্ধী। তাঁকে এ রাজ্যে বরণ করতে তৈরি প্রদেশ কংগ্রেস ও বাম নেতারা।…

Rahul Gandhi

পিছনে অসমের সিআইডি! সামনে বিপুল জনতা। অসমের গোলকগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের কোচবিহারে ঢুকছেন রাহুল গান্ধী। তাঁকে এ রাজ্যে বরণ করতে তৈরি প্রদেশ কংগ্রেস ও বাম নেতারা।

ন্যায়যাত্রার ১২ দিনে কোচবিহার থেকে রাতেই অলিপুরদুয়ারে আসবেন রাহুল। শুক্র ও শনিবার বিশ্রামের পর রবিবার জলপাইগুড়ি, দার্জিলিং জেলার শিলিগুড়ি হয়ে উত্তর দিনাজপুর। পরে বিহারে ঢুকে হয়েই ফের মালদহ, মুর্শিদাবাদ। রাজ্যের রোডম্যাপ। রাহুলের যাত্রায় তৈরি প্রদেশ কংগ্রেস। কোচবিহারে সব দেখছেন অধীর। বুধবার সন্ধ্যায় বক্সিরহাটে প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীররঞ্জন চৌধুরি-সহ অন্যান্য নেতৃত্ব।

কংগ্রেসের তরফে জানা গিয়েছে, ৬টি জেলা এবং ৬টি লোকসভা কেন্দ্রের ৫২৩ কিলোমিটার যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। দার্জিলিং, রায়গঞ্জ, উত্তর, দক্ষিণ মালদা এবং মুর্শিদাবাদের দুটি লোকসভা আসন কভার করা হবে পাঁচদিনের মধ্যে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এটাই রাহুল গান্ধীর প্রথম বাংলা সফর

সংঘর্ষ কবলিত মণিপুর থেকে যাত্রা শুরু করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ঘুরে (ত্রিপুরা বাদ) রাহুল গান্ধী এবার পশ্চিমবঙ্গ থেকে তাঁর রাজনৈতিক বার্তা দেবেন। যদিও তাঁর ন্যায় যাত্রা তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি করে পড়শি রাজ্য বিজেপি শাসিত অসমে। নিয়ম ভাঙা ও সংঘর্ষ ছড়ানোর অভিযোগ এনে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নির্দেশে রাহুল গান্ধীর পিছনে ছুটছে সে রাজ্যের সিআইডি।

এদিকে পশ্চিমবঙ্গে আসার আগে এ রাজ্যের শাসক দল তৃণমূল ও তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন তিনি আপাতত INDIA জোটে কংগ্রেসের পাশে নেই। যদিও রাহুল দিয়েছেন নরম বার্তা। তবে মুখ ঘুরিয়েই রেখেছেন মমতা।

অসমের মতো পশ্চিমবঙ্গে কংগ্রেসের সাথে জোটে আছে সিপিআইএম। তাদের অসম রাজ্য কমিটি সে রাজ্যে ন্যায় যাত্রাকে সমর্থন করে। অসমের সিপিআইএম বিধায়ক মনোরঞ্জন তালুকদার সহ বাম নেতারা রাহুলের পাশে ছিলেন। আর পশ্চিমবঙ্গ সিপিআইএম সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “একটা কংগ্রেস দলের আহ্বানে ন্যায়যাত্রা, এর আগে আমাদের যুব ছাত্ররা ইনসাফ যাত্রা করেছিল। ইনসাফ যা ন্যায় ও তাই। গোটা দেশে ও রাজ্যে যা অন্যায় হচ্ছে তার প্রতিবাদে যে লড়াই করছে আমরা তাদের সাথে সামিল। আমরা তাতে সম্মতি জানাচ্ছি।”