চার দেশীয় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করার পরে ভারতীয় পুরুষ হকি দল (Indian Men’s Hockey Team) তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং (৮ মিনিট) ও অমিত রোহিদাস (১৯ মিনিট), ফ্রান্স ৩৭ ও ৫৯ মিনিটে যথাক্রমে টিমোথি ক্লেমেন্ট ও বি গ্যাসপার্ডের গোলে সমতায় ফেরে।
এর আগে সোমবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফ্রান্সকে ৪-০ গোলে হারিয়েছিল ভারতীয়রা। ম্যাচটি শুরু হয়েছিল উভয় দলের আক্রমণের প্রচেষ্টার মাধ্যমে। প্রতিপক্ষকে আটকাতে তাদের রক্ষণাত্মক দক্ষতা প্রদর্শন করতে থাকে দুই এক। মনদীপ তার দলের হয়ে প্রথম গোল করে ফ্রান্সের ডিফেন্ড ভাঙেন।
দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে রোহিদাস ভারতের লিড দ্বিগুণ করেন । ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। এরপর ফ্রান্স সমতায় ফেরার তাগিদ দেখাতে শুরু করেছিল। কিন্তু ভারতীয় রক্ষণ তাদের বিপজ্জনক আক্রমণগুলি ব্যর্থ করতে সক্ষম হয় একাধিকবার।
It's a Draw🤝
The final whistle blows, and it's a hard-fought draw at 2-2.
Full-time:
India 🇮🇳 2 – France 🇫🇷 2Goal Scorers:
8' Mandeep
19' Amit37' Timothee Clement
59' B Gaspard#SATour #HockeyIndia #IndiaKaGame
.
.
.
.@CMO_Odisha @sports_odisha @Media_SAI @IndiaSports pic.twitter.com/ot5sXBnSBE— Hockey India (@TheHockeyIndia) January 24, 2024
কিন্তু শেষ পর্যন্ত ৩৭ মিনিটে ক্লেমেন্ট ব্যবধান কমালে ভারতের রক্ষণ ভেঙে পড়ে। শেষ কোয়ার্টারে ভারত ও ফ্রান্স দুই দলই দ্রুত গোলের খোঁজে আক্রমণাত্মক পরিকল্পনা অবলম্বন করে। ম্যাচের শেষ মুহূর্তে গ্যাসপার্ড ফ্রান্সের হয়ে সমতাসূচক গোলটি করেন।
সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফ্রান্স, নেদারল্যান্ডস, ভারত ও আয়োজক দক্ষিণ আফ্রিকা। ভারত শুক্রবার তাদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে এবং রবিবার বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে।