পশ্চিমবঙ্গে আসন বণ্টনের গেরো ও নীতীশ কুমারের ‘পাল্টিবাজ’ ভূমিকায় অ-বিজেপি জোট তছনছ। তবে এরই মধ্যে ফের ন্যায় যাত্রা নিয়ে বাংলা সফরে রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, জলপাইগুড়ি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয়ে দার্জিলিং জেলার শিলিগুড়িতে ঢুকবে। আর নবান্ন সূত্রে খবর, এবার একাধিক প্রশাসনিক কর্মসূচিতে রবিবার থেকে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃ়ণমূল সূত্রে খবর, লোকসভা নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কার্যকলাপ শুরু করে দিয়েছেন নেত্রী।
রবিবারই মমতা ও রাহুল একইসঙ্গে উত্তরবঙ্গের মাটিতে। তবে ভিন্ন জেলায়। কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কোচবিহারে।সেখানেই তিনি রাত্রিবাস করবেন। সোমবার কোচবিহার থেকে যাবেন শিলিগুড়িতে মিনি সচিবালয় উত্তরকন্যায়। উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়াতেও প্রশাসনিক কর্মসূচিতে যাওয়ার কথা আছে মমতার।
এদিকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা ঘিরে অসমের মতো পশ্চিমবঙ্গ সরগরম। বিজেপি শাসিত অসমে তীব্র গণউন্মাদনা তৈরি করেছিল ন্যায় যাত্রা। পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মিছিল থেকে হিংসাত্মক পরিবেশ ছড়ানোর অভিযোগ এনে রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। সেই তদন্ত করছে অসমের সিআইডি। অসম থেকে রাহুলের ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গে ঢোকার আগে থেকেই তৃ়নমূল নেত্রী মমতার সাথে এ রাজ্যে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে দ্বন্দ্ব বাড়ে। মমতা বলেন কোনও আসন ছাড়া হবে না। রাহুলের তরফ থেকে নরম বার্তা এলেও মমতা রাজি হননি।
কংগ্রেসের অভিযোগ, রাহুলের ন্যায় যাত্রায় বাধা তৈরি করছে তৃণমূল। অসমের বিজেপি সরকারের মতো ভূমিকা নিচ্ছে তৃণমূল।