Injury Blow: বড় ধাক্কা গোয়া শিবিরে, চোটের কবলে এই ভারতীয় তারকা

Injury Blow: এএফসি এশিয়ান কাপের গত সিরিয়া ম্যাচে পরাজিত হতেই এবারের মতো যাত্রা শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। অথচ বছর কয়েক আগে থেকেই এই…

sandesh jhingan

Injury Blow: এএফসি এশিয়ান কাপের গত সিরিয়া ম্যাচে পরাজিত হতেই এবারের মতো যাত্রা শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। অথচ বছর কয়েক আগে থেকেই এই আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে প্রবল উন্মাদনা ছিল ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে। সুনীল ছেত্রীর পা থেকে গোল দেখার আশায় বসে ছিলেন অনেকেই। কিন্তু খুব একটা স্বস্তিজনক থাকল না ভারতীয় দলের এই অভিযান।

প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ রক্ষা করা সম্ভব হয়নি। তারপর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে অনবদ্য ফুটবল খেলেও বড়সড় ব্যবধানে ম্যাচ হাতছাড়া হয়ে যায় ইগর স্টিমাচের ছেলেদের। তবুও গ্রুপ পর্বের শেষ অর্থাৎ তৃতীয় ম্যাচের দিকে নজর ছিল সকলের। কিন্তু সিরিয়ার বিপক্ষেও পরাজিত হতে হয় ব্লু টাইগার্সদের।

যার দরুন পরবর্তীতে দেশে ফিরে আসে দল। তারপর থেকেই নিজেদের ক্লাবের সঙ্গে যুক্ত হতে থাকেন ফুটবলাররা। বেশ কয়েকদিন আগেই ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছেন নাওরেম মহেশ সিং ও ডিফেন্ডার লালচুংনুঙ্গা। তারপর মোহনবাগানের সঙ্গে যুক্ত হন দলের অধিনায়ক শুভাশিস বোস এবং গোলরক্ষক বিশাল কায়েথ। যারফলে, আসন্ন ডার্বিতে যে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামবে দুই প্রধান তা কিন্তু বলাই চলে। পাশাপাশি অন্যান্য দলগুলিতে ফিরে গিয়েছেন ফুটবলাররা।

তবে এসবের মাঝি বড়সড় ধাক্কা লাগলো গোয়া সিবিরে। চোটের কবলে পড়তে হয়েছে ভারতীয় দলের দাপুটে ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে‌। বর্তমানে পরিস্থিতি এতটাই জটিল যে এবারের ফুটবল মরশুমে হয়তো আর খেলতে পারবেন না তিনি। যার ফলে এবার বিকল্প পরিকল্পনা করছে গোয়া ম্যানেজমেন্ট। এবারের উইন্টা ট্রান্সফার উইন্ডো শেষের দিকে এখন সেই নিয়েই যথেষ্ট ব্যস্ত সকলে।

তবে এখনও পর্যন্ত ইন্ডিয়ান সুপার লিগের প্রথম স্থানে রয়েছে এফসি গোয়া। মোট ১০ ম্যাচ খেলে এখনো পর্যন্ত ২৪ পয়েন্ট রয়েছে তাদের ঝুলিতে। তাদের থেকে ঠিক উপরে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তবে এবারের কলিঙ্গ সুপার কাপে খুব একটা সুবিধা করতে পারেনি এফসি গোয়া‌। শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে বজায় থাকেনি সেই ছন্দ। গ্ৰুপ পর্বের শেষ ম্যাচে সার্জিও লোবেরার ওডিশা এফসির কাছে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছে তাদেরকে। তবে সেই হতাশা ভুলে আইএসএল জয় করাই লক্ষ্য তাদের।