লকেটকে পিছনে ফেলে এক নম্বরেই ‘দিদি নম্বর ১’ রচনা

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৭০৭২ ভোটে এগিয়ে আছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে আছেন লকেট চট্টোপাধ্যায় ।মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেত্রী এবং দিদি নং ১ অনুষ্ঠানের সঞ্চালক…

hooghly

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২৭০৭২ ভোটে এগিয়ে আছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, পিছিয়ে আছেন লকেট চট্টোপাধ্যায় ।মমতা বন্দ্যোপাধ্যায় বিখ্যাত অভিনেত্রী এবং দিদি নং ১ অনুষ্ঠানের সঞ্চালক রচনাকে প্রার্থী করে বড় চমক দিয়েছেন হুগলী বাসীর কাছে। ভোটের প্রচারে ব্যাপক নজর কেড়েছেন রচনা  ব্যানার্জী। তবে লকেটকে নিয়ে স্থানীয় স্তরে ক্ষোভ আছে কারণ বিগত ৫ বছরেতাঁকে এলাকায় দেখা যায়নি বলেই অভিযোগ।

ডায়মন্ড হারবারে সবুজ ঝড়, ২ লক্ষ ১১ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

হুগলি লোকসভা কেন্দ্র ছিল এক সময় বামেদের ক্ষেত্র। তবে সময়ের সাথে পরিবর্তন হয়েছে রাজনীতির রং। বামেদের পরাজিত করে কখনও এসেছে তৃণমূল আবার কখনও এসেছে বিজেপি। বর্তমানে এই লোকসভা কেন্দ্র বিজেপির দখলে। সেখানকার বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে এই লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে মোট সাতটি বিধানসভা কেন্দ্র – সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ও ধনেখালি। লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে থাকলেও, একুশের বিধানসভা ভোটে এই সাত বিধানসভা কেন্দ্রেই জিতেছে তৃণমূল।

Basirhat: বসিরহাটে লক্ষাধিক ভোটে এগিয়ে তৃণমূলের হাজি নুরুল ইসলাম, পিছিয়ে মোদী-শুভেন্দুর প্রার্থী রেখা!

Advertisements

এবার হুগলিতে চলছে দুই অভিনেত্রীর লরাই। সেখানে লকেটকে কড়া চ্যালেঞ্জ জানাতে তৃণমূল প্রার্থী করেছে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। সিপিআইএম-র প্রার্থী মনোদীপ ঘোষ।২০১৯ সালে হুগলির মোট ভোটার সংখ্যা ছিল ১৭,৬২, ৯২৭। ভোট পড়েছিল ১৪,৫৭,৮৪২। ভোটের হার ছিল ৮২.৪৭ শতাংশ। গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন ৭৩ হাজার ৩৬২ ভোটে। তবে ২০২১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চুঁচড়া কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে বিজেপি। এখন দেখার বিষয় দুই অভিনেত্রীর মধ্যে রাজনীতির রনাঙ্গনে শেষ হাসি কে হাসে।