বসিরহাটে লক্ষাধিক ভোটে এগিয়ে তৃণমূলের হাজি নুরুল ইসলাম, পিছিয়ে মোদী-শুভেন্দুর প্রার্থী রেখা!

সকাল ৮টা থেকেই পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হয়েছে। অন্যান্য আসনের পাশাপাশি আজ বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রের দিকেও মানুষের বিশেষ নজর রয়েছে। এই…

সকাল ৮টা থেকেই পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হয়েছে। অন্যান্য আসনের পাশাপাশি আজ বসিরহাট (Basirhat) লোকসভা কেন্দ্রের দিকেও মানুষের বিশেষ নজর রয়েছে। এই কেন্দ্রেই সকাল থেকে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। অনেকটাই পিছিয়ে বিজেপি প্রার্থী রেখা পাত্র (Basirhat)।

নির্বাচন কমিশনের তরফে দেওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী, এই বসিরহাট কেন্দ্রে হাজি নুরুল ইসলাম এগিয়ে ১,০৮,৬৩৩ ভোটে। এখনো অবধি তাঁর প্রাপ্য ভোট ১,৯৭,২৩৭। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন মোদী-শুভেন্দুর পছন্দ করা বিজেপি প্রার্থী রেখা পাত্র। এখনও অবধি তাঁর প্রাপ্ত ভোট ৮৮,৬০৪।

   

এরপর তৃতীয় স্থানে রয়েছেন আইএসএফ প্রার্থী আখতার রহমান বিশ্বাস। এখনও অবধি তাঁর প্রাপ্ত ভোট ৩৪,৪০৪।

ডায়মন্ড হারবারে সবুজ ঝড়, ২ লক্ষ ১১ হাজার ভোটে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়

একনজরে বাংলার কিছু বুথফেরত সমীক্ষা

এবিপি-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৩-২৭টি আসন। তৃণমূল পেতে পারে ১৩-১৭টি আসন। অর্থাৎ, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তুলনায় তৃণমূলের আসন এক ধাক্কায় অনেকটাই কমে যেতে পারে। বাড়তে পারে বিজেপির আসন।

নিউজ ২৪ এবং চাণক্যের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৪ (+-৫)টি আসন। তৃণমূল পেতে পারে ১৭ (+-৫)টি আসন। এই সমীক্ষাতে বিজেপির দুর্দান্ত ফলের ইঙ্গিত রয়েছে। যদিও বিজেপি এবং তৃণমূলের উভয়েরই আসন ৫টি বাড়তে বা কমতে পারে বলে জানিয়েছে নিউজ ২৪ এবং চাণক্য।

বাংলা মমতারই, সব সমীক্ষা মিথ্যা করে এখনও পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে তৃণমূল

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষাতে বিজেপিকে রেকর্ড সংখ্যাক আসন দেওয়া হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী, বাংলায় বিজেপি পেতে পারে ২৬-৩১টি আসন। তৃণমূল পেতে পারে ১১-১৪টি আসন। প্রায় প্রতিটি সমীক্ষাতেই বাম-কংগ্রেস জোটের আসনসংখ্যা ১-২টি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

একনজরে দেশের কিছু বুথফেরত সমীক্ষা

নিউজ ২৪-টুডেজ চাণক্যের সমীক্ষা অনুযায়ী, এনডিএ ৪০০, ইন্ডিয়া ১০৭ এবং অন্যান্যরা ৩৬টি লোকসভা আসনে জেতার সম্ভাবনা রয়েছে। এনডিএ-র ৪০০টি আসনের মধ্যে বিজেপি একাই ৩৩৫টি আসন জিততে পারে।

শুরুতেই অঘটন, হাজার হাজার ভোটে পিছিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এনডিএ ৩৫৩-৩৮৩ জিততে পারে। বিরোধীদের জোট ইন্ডিয়া পেতে পারে ১৫২-১৮২টি আসন। অন্যান্যরা ৪-১২টি লোকসভা আসনে জিততে পারে।

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, এনডিএ ৩৬১-৪০১, ইন্ডিয়া ১৩১-১৬৬ এবং অন্যেরা ৮-২০টি আসনে জিততে পারে।