এক ধাক্কায় ৩৫,২২৩ ভোটে এগিয়ে গেলেন মমতার কাছের মহুয়া

সকাল ৮টা থেকেই দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হয়েছে। আজ অন্যান্য আসনের পাশাপাশি আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দিকেও মানুষের বিশেষ নজর…

সকাল ৮টা থেকেই দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ভোট গণনা শুরু হয়েছে। আজ অন্যান্য আসনের পাশাপাশি আজ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দিকেও মানুষের বিশেষ নজর রয়েছে। প্রথম দিকে পিছিয়ে থাকলেও এবার এক ধাক্কায় অনেকটাই এগিয়ে গেলেন তৃণমূলের মহুয়া মৈত্র (Mahua Moitra)।

নির্বাচন কমিশনের তরফে দেওয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী, এই কৃষ্ণনগর কেন্দ্রে মহুয়া এগিয়ে ৩৫,২২৩ ভোটে। এখনো অবধি তাঁর প্রাপ্য ভোট ১২৭৪২২। অন্যদিকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী তথা কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। তিনি মহুয়ার থেকে ৩৫,২২৩ ভোটে পিছিয়ে রয়েছেন। এখনো অবধি তাঁর প্রাপ্ত ভোট ৯২,১৯৯।

   

এরপর তৃতীয় স্থানে রয়েছেন সিপিআইএম প্রার্থী এস এম সাদি। তিনি ৮২১৯২ ভোটে পিছিয়ে রয়েছেন। এখনো অবধি তাঁর প্রাপ্ত ভোট ৪৫,২৩০।

২০২৪-এর লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক প্রবণতায়, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সহজেই সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে এবং বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া ব্লকও প্রত্যাবর্তনের আশা করছে। এখনও পর্যন্ত ২৩৪টির বেশি আসনে এগিয়ে রয়েছে ইন্ডি ব্লক। বিরোধীদের দাবি, তারা ২৯৫টি আসন পাবে। অন্যদিকে এনডিএ-র ঝুলিতে ২৮৩।