Jalpaiguri: আস্ত ছাগল গিলে নিল অজগর, আতঙ্কে গ্রামবাসীরা

বিশাল চেহারা, দেখেই চক্ষু চড়ক গাছ। এবার চা বাগান থেকে উদ্ধার হল প্রায় ২০ ফুট লম্বা অজগর। মঙ্গলবার জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার মনশ্বর…

বিশাল চেহারা, দেখেই চক্ষু চড়ক গাছ। এবার চা বাগান থেকে উদ্ধার হল প্রায় ২০ ফুট লম্বা অজগর। মঙ্গলবার জলপাইগুড়ির (Jalpaiguri) মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোরার মনশ্বর পাড়ার ভোলা রায়ের ছোট চা বাগান থেকে বিশালাকার অজগরটি উদ্ধার হয়।

স্থানীয় বাসিন্দারা প্রথমে চা বাগানে অজগরটিকে দেখতে পায়। এরপর বনকর্মীদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে গ্রামবাসীদের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ওই এলাকায় ভিড় জমায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজগরটি একটি আস্ত ছাগল গিলে খেয়েছিল।

এর আগেও এলাকা থেকে বহু অজগর উদ্ধারের ঘটনা ঘটে। এত বড় আকারের অজগর প্রথমবার উদ্ধার হয়। জানা গিয়েছে অজগরটি সুস্থ থাকায় তাকে গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে বারংবার অজগর উদ্ধারের ঘটনায় রীতিমতো ভীত স্থানীয় বাসিন্দারা। অজগর যদি এরপর মানুষের উপর হামলা করে তাহলে বহু মানুষের ক্ষতি হতে পারে। তাই তারা প্রশাসনের কাছে সুরক্ষার দাবি করেছেন।