Purulia: কুড়মি বিক্ষোভ চলছেই, এবার পেট্রোল-ডিজেল সংকট শুরু

আদ্রা থেকে ঝাড়খন্ডের চক্রধরপুর রেল শাখা পুরোপুরি বিচ্ছিন্ন। জাতীয় সড়ক স্তব্ধ।

তফসিলি মর্যাদার দাবিতে কুড়মি  (Kurmi) সম্প্রদায়ের বিক্ষোভের জের এবার আরও সংকট। পুরুলিয়া (Purulia) ও পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) রেল রোকোর পাশাপাশি  বিক্ষেভে অবরুদ্ধ (NH6) ৬ নম্বর জাতীয় সড়ক। সার বেধে দাঁড়িয়ে রয়েছে ট্রাক, লরি ও একাধিক পণ্যবাহী গাড়ি৷ দাঁড়িয়ে রয়েছে পেট্রোপণ্যের গাড়িগুলি।

Advertisements

এতে সমস্যা আরও। কারণ, কয়েক দিন ধরে পেট্রোল পাম্পগুলিতে মজুত থাকা তেলের পরিমাণ কমে আসতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা গাড়িগুলি পেট্রোল পাম্পে পৌঁছাতে না পারায় সমস্যা দেখা দিয়েছে।

   

কুড়মি সম্প্রদায়ের রেল রোকো অভিযানের জেরে রেলের আদ্রা-পুরুলিয়া হয়ে ঝাড়খণ্ডের চক্রধরপুর পর্যন্ত ট্রেন চলাচল স্তব্ধ। বিচ্ছিন্ন রেল যোগাযোগ। তফসিলি উপজাতি (এসটি) মর্যাদার দাবিতে বিক্ষোভ চতুর্থ দিনেও অব্যাহত।  বিপুল সংখ্যক মানুষ পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করে। এদিকে এই অভিযান ঘিরে চরম সমস্যায় পড়েছেন সাধারণ রেলযাত্রী। বিক্ষোভের জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

প্রায় ৫৩ টি ট্রেন বাতিল করা হয়েছে, ৩৩ টি ট্রেন শর্ট-টার্মিনেটেড করা হয়েছে এবং বেশ কয়েকটি পুনরায় নির্ধারণ করা হয়েছে। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে অবরোধ। রেলের তরফে জানানো হয়েছে, ওড়িশা, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের কিছু অংশে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements