Purba Medinipur: অভিষেকের জনসভার আগেই বিস্ফোরণে ভাঙল বাড়ি

হাইভোল্টেজ তৃ়নমুলের (TMC) জনসভা ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ছিল। তার পরেও কাঁথির জনসভার আগে বিস্ফোরণ। এই বিস্ফোরণস্খল কাঁথি থেকে দূরে হলেও রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। (Purba…

হাইভোল্টেজ তৃ়নমুলের (TMC) জনসভা ঘিরে নিরাপত্তার কড়াকড়ি ছিল। তার পরেও কাঁথির জনসভার আগে বিস্ফোরণ। এই বিস্ফোরণস্খল কাঁথি থেকে দূরে হলেও রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। (Purba Medinipur)

Advertisements

শনিবার টিএমসি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা কাঁথিতে। বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর বাড়ির কাছেই তৃ়নমূলের জনসভা। এর মাঝে কাঁথি থেকে চল্লিশ কিলোমিটার দূরে ভুপতিনগর থানার নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জন।

Advertisements

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ বোমা বিস্ফোরণ হয়। এই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামক একজন গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছায় ভুপতিনগর থানার পুলিশ। বিজেপির অভিযোগ, তৃণমূল বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছে। এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই।