Wednesday, November 29, 2023
HomeWest BengalPurba Bardhaman: রায়নায় ৮০টি পঞ্চায়েতে তৃণমূলের কাঁটা গোঁজ! নির্দল-বাম লড়াই তীব্র

Purba Bardhaman: রায়নায় ৮০টি পঞ্চায়েতে তৃণমূলের কাঁটা গোঁজ! নির্দল-বাম লড়াই তীব্র

ইতিমধ্যেই রায়নার দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাম শিবির। এর পর শুরু হয়েছে তৃণমূল গোঁজে ভোট কাটাকাটির অঙ্ক।

প্রবল বিড়ম্বনায় শাসক শিবির। একরাতে হুড়মুড়িয়ে নির্দল চমক! দলীয় জোড়া ফুল প্রতীকে ৮০টি পঞ্চায়েতে তৃণমূলেরই বিরুদ্ধে নেমেছেন বিক্ষুব্ধরা। এর জেরে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) রায়না বিধানসভায় তীব্র উত্তেজনা। দলীয় কড়া নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে নির্দল যারা হয়েছেন তাদের দাবি আমাদের সাথে সিপিআইএমের মূল লড়াই।

   

রায়না ২ নম্বর ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৪৪টি। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পর দেখা যাচ্ছে ৮০টি বুথে তৃণমূল বনাম তৃণমূল গোঁজ প্রার্থীর মধ্যে ভোট কাটাকাটি হতে চলেছে। বাম প্রার্থীরা বলছেন গোঁজের ঠেলায় শাসকদল আতঙ্কিত। বিজেপির দাবি এ তো হওয়ারই ছিল।

জেলা সিপিআইএম নেতৃত্বের দাবি ভোটের দিন বুথ আগলে পড়ে থাকলে জয় নিশ্চিত। ইতিমধ্যেই দুটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে সিপিআইএম।

জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে তীব্র টানাপোড়েন চলছে। নেতৃত্বের একাংশের অভিযোগ, রায়নার বিধায়ক শম্পা ধাড়া দুর্নীতিতে জড়িতদেরই টিকিট দিয়ে বিপদ ডেকে এনেছেন।

জেলা বিজেপির তরফে বলা হয়েছে দুর্নীতির ফল পাবে শাসকদল। তবে রায়না গ্রামাঞ্চলে দলীয় সংগঠন মজবুত ন়য় এবং নিজেদেরও গোষ্ঠিদ্বন্দ্ব প্রবল তা স্বীকার করেছেন বিজেপি নেতারা।

Latest News