Purba Bardhaman: তৃণমূল-বাম প্রবল সংঘর্ষে গরম শক্তিগড়, মার খেল পুলিশ

বাম শিবির (left front) বলেছে বাধা দিলে হবে প্রত্যাঘাত। সেই মতো শুরু হলো প্রত্যাঘাত। পূর্ব বর্ধমানের (purba bardhaman) শক্তিগড়ের  বড়শূল মোড়ে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস…

Purba Bardhaman: তৃণমূল-বাম প্রবল সংঘর্ষে গরম শক্তিগড়, মার খেল পুলিশ

বাম শিবির (left front) বলেছে বাধা দিলে হবে প্রত্যাঘাত। সেই মতো শুরু হলো প্রত্যাঘাত। পূর্ব বর্ধমানের (purba bardhaman) শক্তিগড়ের  বড়শূল মোড়ে সিপিআইএম ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ। দুপক্ষের প্রবল ইট বৃষ্টি। নেমেছে ব়্যাফ। সংঘর্ষে কয়েকজন পুলিশ জখম।

এদিন মনোনয়ন জমা করতে বর্ধমান দু নম্বর ব্লক অফিস যাচ্ছিলেন বামপন্থীরা। অভিযোগ, তাদের বড়শূল মোড়ে আটকে দেয় তৃণমূল। এরপর পাল্টা হামলায় যান বান সমর্থকরা। রাস্তার দুপাশে দুই দলের সমর্থকরা অবস্থান নেয়। পরিস্থিতি অগ্নিগর্ভ।

Advertisements

পঞ্চায়েত ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মনোনয়ন রক্তাক্ত। হামলায় অভিযুক্ত শাসকদল টিএমসি। ১৪৪ ধারা জারি করে মনোনয়ন জমা দেওয়ার পথ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিডিও এবং এসডিও দফতরের ১ কিলোমিটারের মধ্যে জমায়েত রোখার দাবি করছে কমিশন। এদিকে হামলা চলছেই। রক্তাক্ত গ্রাম বাংলার ভোট পর্ব।