Panchayat Election: বিজেপি অফিস পুড়ছে, বাম সমর্থক রক্তাক্ত, ১৪৪ ধারায় পরীক্ষা দিচ্ছে কমিশন

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মনোনয়ন রক্তাক্ত। হামলায় অভিযুক্ত শাসকদল টিএমসি। ১৪৪ ধারা জারি করে মনোনয়ন জমা দেওয়ার পথ নিয়েছে রাজ্য…

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মনোনয়ন রক্তাক্ত। হামলায় অভিযুক্ত শাসকদল টিএমসি।

১৪৪ ধারা জারি করে মনোনয়ন জমা দেওয়ার পথ নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। বিডিও এবং এসডিও দফতরের ১ কিলোমিটারের মধ্যে জমায়েত রোখার দাবি করছে কমিশন। এদিকে হামলা চলছেই। রক্তাক্ত গ্রাম বাংলার ভোট পর্ব।

   

কমিশন দিচ্ছে কঠিন পরীক্ষা। বিরোধীদের নিরাপত্তার ব্যবস্থা শিকেয় উঠেছে বলে অভিযোগ। উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে বিজেপি অফিসে আগুন ধরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

আর দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে সিপি়আইএম প্রার্থীর স্বামীকে মেরে রক্তাক্ত করায় অভিযুক্ত শাসকদল। তবে প্রতিটি অভিযোগ অস্বীকার করেছে তৃ়ণমূল কংগ্রেস।

রবিবার রাত থেকে তৃণমূল বিজেপি সংঘর্ষে গরম জলপাইগুড়ির গজলডোবা। সোমবারও এলাকায় উত্তেজনা আছে।