পঞ্চায়েতে বিরাট দুর্নীতি। চাকরি পাইয়ে দেবার জন্য ৮২ লক্ষ টাকা নিয়ে প্রতারণার দায়ে গ্রেফতার পঞ্চায়েত সদস্য। ধৃত নিজেকে তৃ়ণমূল কংগ্রেসের নেতা বলে পরিচয় দিলেও তাকে বহিষৃত বলে দায় সেরেছে দল। এতে আরও বিতর্কে (Purba Bardhaman) পূর্ব বর্ধমান জেলা তৃণমূল।
মঙ্গলকোটের ঝিলু দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হেকমত আলি শেখের বিরুদ্ধে চাকরি করে দেওয়ার নামে ৮২ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।তাকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তর বিরুদ্ধে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ জানান বীরভূমের কীর্ণাহারবাসী মহম্মদ বদরুদ্দোজা। অভিযোগের ভিত্তিতে মঙ্গলকোট থানার পুলিশ তাকে গতকাল ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে। অভিযোগ, ১১ জনের কাছ থেকে ৮২ লক্ষ টাকা চাকরি করে দেওয়ার নামে নিয়েছে হেকমত আলি শেখ।
গ্রেফতার হওয়া হেকমত আলির স্ত্রী ডালিয়া বেগম জানান, বদরুদ্দোজা আমার আত্মীয়।বিভিন্ন কাজের জন্য তাকে আমরা ২৫ লক্ষ টাকা দিয়েছি। সেই টাকা ফেরত চাওয়াতে তিনি এই অপপ্রচার করছেন আমার স্বামীর নামে। আমার স্বামীকে ফাঁসানো হয়েছে।
মঙ্গলকোটের বিধায়ক ও ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব চৌধুরী জানান, হেকমত আলি শেখকে দল থেকে অনেকদিন আগেই বহিষ্কার করেছে। সে যদি দোষী হলে সাজা পাবে।