Purba Bardhaman: বড়শূল হামলার ঘটনায় তৃণমূল বিধায়ক চাইলেন ক্ষমা, বাম নেতারা অবাক

অবাক পৃথিবী অবাক করলে তুমি! বাম নেতার কাছে তখন সাক্ষাত বিস্ময় হয়ে হাজির তৃণমূল বিধায়ক। তিনি এসে জড়িয়ে ধরে বললেন যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী।

Purba Bardhaman: বড়শূল হামলার ঘটনায় তৃণমূল বিধায়ক চাইলেন ক্ষমা, বাম নেতারা অবাক

অবাক পৃথিবী অবাক করলে তুমি! বাম নেতার কাছে তখন সাক্ষাত বিস্ময় হয়ে হাজির তৃণমূল বিধায়ক। তিনি এসে জড়িয়ে ধরে বললেন যা হয়েছে তার জন্য ক্ষমা প্রার্থী। এসব শুনে বিস্মিত বাম মনোনয়ন প্রত্যাশীরা। 

পঞ্চায়েত মনোনয়ন জমা করতে এসে সোমবার পূর্ব বর্ধমানের বড়শূল মোড়ে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছিল। তৃণমূল হামলার মুখে পড়েছিলেন সিপিআইএম প্রার্থীরা। দুপক্ষের সংঘর্ষ রাজ্য জুড়ে তীব্র শোরগোল ফেলে দেয়। 

   

প্রথমে হামলা চালায় টিএমসি। পরে পাল্টা হামলা করে সিপিআইএম। জখম হয় পুলিশ। মনোনয়ন জমা হবে মঙ্গলবার জানানো হয়। চলে যাওয়ার আগে বাম সমর্থকরা হুঁশিয়ারি দেয়, ফের আটকানো হলে ফের মারব। ফলে মঙ্গলবার ছিল কড়া নিরাপত্তা।

মঙ্গলবার বর্ধমান ২ নম্বর বিডিও অফিসে মনোনয়ন জমার ঠিক আগে হাজির হন বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক। তিনি এসে সরাসরি বাম নেতাদের সাথে কথা বলেন। বিধায়ক বলেন,  গতকাল যা ঘটেছে তা উচিত হয়নি। পুলিশ সক্রিয় হলে হয়ত অশান্তি আটকানো যেত। এরপর বিধায়ক নিজে সিপিআইএম নেতাদের জড়িয়ে ধরেন।

বিধায়ক নিশীথ মালিকের ভূমিকায় হতবাক হয়ে যান সিপিআইএম নেতা ও মনোনয়ন প্রত্যাশীরা। তৃণমূল  বিধায়কের উপস্থিতিতেই বাম প্রার্থীরা মনোনয়ন জমা করেন।