Ration Scam: রাজসাক্ষী হবেন জ্যোতিপ্রিয় মল্লিক ! রেশন দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর দাবি নওশাদের

রেশনদুর্নীতি কাণ্ডে সকাল থেকে একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।মন্ত্রীর গ্রেফতারিকে…

রেশনদুর্নীতি কাণ্ডে সকাল থেকে একের পর এক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।মন্ত্রীর গ্রেফতারিকে ইস্যু করে তোলপাড় গোটা রাজ্য। রাজনীতির ময়দানে নেমে পড়েছে বিরোধী দলগুলিও।এসবের মধ্যেই ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দাবি করলেন জ্যোতিপ্রিয় মল্লিক অবশ্যই ষড়যন্ত্রের শিকার।

আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, উনিও ষড়যন্ত্রের শিকার। সেই ষড়যন্ত্র কোথা থেকে, তা হয়ত উনি আগামী দিনে বলে দিতে পারবেন। জ্যোতিপ্রিয় মল্লিকের উচিত রাজসাক্ষী হয়ে যাওয়া।এবং সব সত্য বলে দেওয়া। বিধায়কের সন্দেহ, জ্যোতিপ্রিয় মল্লিক মুখ খুললে অনেকের নাম চলে আসতে পারে। উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিককে যখন বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল ইডি, সেই সময়ই মন্ত্রী নিজেই ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন। তবে বিজেপি নাকি অন্যকেউ এই ষড়যন্ত্র করেছে তা সময় উত্তর দেবে বলেছেন আইএসএফ বিধায়ক।

এর আগেও রেশন দুর্নীতি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। তিনি এই দুর্নীতিতে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কিংবা তাঁর পরিবারের কারোর জড়িত থাকার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

উল্লেখ্য, রেশন দুর্নীতিকাণ্ডে আজ,শনিবার সকাল থেকে তৎপর কেন্দ্রীয় আধিকারিকরা। সেক্টর ফাইভের বিলাসবহুল হোটেলে হানা দেয় ইডি। মন্টু সাহা এবং কালী সাহা যাদের রাইস মিলে আজ শনিবার সকাল থেকে তল্লাশি চলছে তাদেরই হোটেল রয়েছে সেক্টর ফাইভে। সেখানেই পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রেশন দুর্নীতির টাকা কোন না কোনভাবে এই রাধাকৃষ্ণ হোটেলের সঙ্গে জড়িত বলে মনে করছেন ইডি আধিকারিকরা।