ঘরে টাকার খনি পেল CBI, হালিশহরের TMC পৌরপিতা রাজু সাহানি ধৃত

কত টাকা? কত টাকা ?রাজ্য জুড়ে ফের আলোচনা। তৃণমূল কংগ্রেসের(TMC) নেতা তথা হালিশহর (Halisahar) পুরসভার পৌরপিতা রাজু সাহানি। তার ঘর থেকে কমপক্ষে ৬০ লক্ষ টাকা…

কত টাকা? কত টাকা ?রাজ্য জুড়ে ফের আলোচনা। তৃণমূল কংগ্রেসের(TMC) নেতা তথা হালিশহর (Halisahar) পুরসভার পৌরপিতা রাজু সাহানি। তার ঘর থেকে কমপক্ষে ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে CBI

চিটফান্ড সংক্রান্ত মামলায় গ্ৰেফতার করা হয়েছে রাজু সাহানিতে। তবে উদ্ধার করা টাকার পরিমাণ কোটি ছাড়াতে পারে। গণনা সম্পূর্ণ হলেই সেটা জানা যাবে।সন্মার্গ কো অপারেটিভ চিটফান্ড মামলায় রাজুকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে।

ধৃত রাজু এলাকায় দাপুটে তৃণমূল নেতা। তিনি এলাকার জবরদস্ত বাম কাউন্সিলর লক্ষ্মণ সাহানি ছেলে। তার বিরুদ্ধে গত পুরভোটের সময় ভোট লুঠ করার অভিযোগ আছে। উত্তর ২৪ পরগনা জেলা তৃ়ণমূল কংগ্রেস নেতারা রাজুর বাড়িতে সিবিআই অভিযান নিয়ে মুখ বন্ধ রেখেছেন।

রাজু সাহানির বাড়ি থেকে থাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি উদ্ধার হয়েছে। এই অ্যাকাউন্টের উপর বিশেষ নজর সিবিআই তদন্তকারীদের।