পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে থেকে জেলায় জেলায় শাসক তৃ়ণমূল কংগ্রেসের (TMC) গোষ্ঠি সংঘর্ষ ছড়িয়ে পড়ছে। সেই রেশ ধরে এবার পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসি গরম। তৃ়ণমূল বনাম তৃণমূলের সংঘর্ষে লাঠি টাঙ্গি নিয়ে দুই গোষ্ঠি একে অপরের উপর চড়াও হলো।
গলসী ১ ব্লকেও গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত প্রাক্তন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের অনুগামী বকুল মোল্লা। অভিযোগ বর্তমান ব্লক তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্যায়ের গোষ্ঠি হানলা চালায়। তবে তারা অভিযোগ অস্বীকার করেছে।এলাকা দখলের লড়াইকে ঘিরেই অশান্তি বলেই জানা যাচ্ছে।
প্রকাশ্যে লাঠি টাঙ্গি নিয়ে হামলার ঘটনায় এলাকাবাসী ভীত। সংঘর্ষে জখম স্থানীয় এক তৃ়ণমূল নেতাকে গলসি থানার পুলিশ উদ্ধার করে। তার চিকিৎসার চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।
সম্প্রতি গলসির এই এলাকা লাগোয়া পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার গোপালপুর উত্তরপাড়ায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।
পূর্ব বর্ধমান জেলার ব্লকে ব্লকে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠি কোন্দলে তীব্র অস্বস্তিতে জেলার নেতৃত্ব। অভিযোগ, কাটমানির বখরা ও এলাকা দখল নিয়ে সংঘর্ষ ছড়াচ্ছে।