পঞ্চায়েত ভোটে কেউ টাকা দিয়ে তৃণমূলের টিকিট নেবেন না: সিদ্দিকুল্লাহ

টাকা দিয়ে ভোটের টিকিট নেবেন না। ফের দলীয় নেতাদের বার্তা দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। যদিও মন্ত্রীর বার্তার পর বিরোধী বিজেপি ও সিপিআইএমের কটাক্ষ,…

siddiqullah chowdhury

টাকা দিয়ে ভোটের টিকিট নেবেন না। ফের দলীয় নেতাদের বার্তা দিলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী (Siddiqullah Chowdhury)। যদিও মন্ত্রীর বার্তার পর বিরোধী বিজেপি ও সিপিআইএমের কটাক্ষ, টাকা ছাড়া তৃণমূলের ভোটের টিকিট হয়না।

মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারি সাতগেছিয়া বাজারে কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি, মূল্যবৃদ্ধি সহ একাধিক কাজের প্রতিবাদে মেমারি ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আয়োজিত সভায় সিদ্দিকুল্লাহ দলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ঢাকতে মরিয়া চেষ্টা চালান। টাকা দিয়ে তৃণমূলের প্রার্থী হওয়ার বিষয়ে সরব হন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী।

তিনি বলেন,কাজের নিরিখে টিকিট দেবে দলের সর্বোচ্চ নেতৃত্ব।যারা ভালো কাজ করবেন তারা টিকিট পাবেন যারা খারাপ কাজ করবেন তারা লাইনে থাকবেন।আপনারাও কেউ টিকিটের জন্য ফুটো কড়িও দেবেন না।

Advertisements

সভায় অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি সৈয়দ মহম্মদ সেলিম, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের মেণ্টর উজ্জ্বল প্রামাণিক প্রমুখ।