কাতারকে হারিয়ে “এ”গ্রুপের শীর্ষে থেকেই শেষ ষোলোয় যোগ্যতা অর্জন করল নেদারল্যান্ডস

আয়োজক দেশ কাতারকে হারিয়ে শেষ ষোলো তে জায়গা করে নিল নেদারল্যান্ড (Netherlands)।  এদিন আল-বায়াত স্টেডিয়ামে নক আউট পর্বে যাওয়ার লক্ষ্য নিয়ে কাতারের বিরুদ্ধে মাঠে নামে…

Netherlands

আয়োজক দেশ কাতারকে হারিয়ে শেষ ষোলো তে জায়গা করে নিল নেদারল্যান্ড (Netherlands)।  এদিন আল-বায়াত স্টেডিয়ামে নক আউট পর্বে যাওয়ার লক্ষ্য নিয়ে কাতারের বিরুদ্ধে মাঠে নামে নেদারল্যান্ড। কাতারের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা মোটামুটি হেসেখেলে জিতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তিন বারের রানার্সআপ দেশটি। গাপকো ও ডি ইয়ংয়ের দুই অর্ধের দুই গোলে জয়ের ব্যবধানটা ২–০।

এদিন খুব বেশি কিছু করার প্রয়োজন ছিল না নেদারল্যান্ডসের। কাতারের বিপক্ষে ড্র করলেই দ্বিতীয় রাউন্ডে যেতে পারত ডাচরা। কিন্তু এবারের বিশ্বকাপে কাতারের যে অবস্থা, তাতে গ্রুপ ‘এ’র এই ম্যাচে মেম্ফিস ডিপাই, ফ্রেঙ্কি ডি ইয়ং, কোডি গাকপোদের না জেতাটাই ‘অপরাধ’ হিসেবে বিবেচিত হত। আজ আল বায়াত স্টেডিয়ামে সে ধরনের কোনো ‘অপরাধ’ ডাচরা করেনি। কাতারের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটা মোটামুটি হেসেখেলে জিতেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তিন বারের রানার্সআপ দেশটি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

গাপকো ও ডি ইয়ংয়ের দুই অর্ধের দুই গোলে জয়ের ব্যবধানটা ২–০।ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে নেদারল্যান্ড। শুধু এক পয়েন্টে নয়, জেতার মনোভাব নিয়েই এদিন কাতারের বিপক্ষে মাঠে নামে ডাচরা। প্রথম থেকেই কাতারের রক্ষণভাগে আক্রমণ করে গেছে ডাচরা। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো নেদারল্যান্ড।চার মিনিটের মাথায় গোলের সরজ সুযোগ নষ্ট করে নেদারল্যান্ডের ড্যালি ব্লাইন্ড। তবে ম্যাচের ২৬ মিনিটে গিয়ে কাতারের জালে বল জড়িয়ে নেদারল্যান্ডের কোডি গ্যাকপো। ডি বক্সের মাথায় বল পেয়ে ডিফেন্ডারকে কাঁটিয়ে জোরালো শটে নেদারল্যান্ডকে এগিয়ে নেন গ্যাকপো। প্রথমার্ধের শেষে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে লিড নিয়েই বিরতিতে যায় নেদারল্যান্ড।

বিরতি থেকে ফিরেই নেদারল্যান্ডকে ২-০ গোলে এগিয়ে নেন মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি জং। ম্যাচের ৪৯ মিনিটে কাতারের জালে বল জড়িয়ে ডাচদের দ্বিতীয়বার উচ্ছ্বাসে ভাসান বার্সা তারকা। ম্যাচের ৬৯ মিনিটে কাতারের জালে আরও একবার বল জড়ায় ডাচরা। তবে ভিএআর সেই গোল বাতিল করে দেয়। ম্যাচের বাকি সময়টা গোলের জন্য আক্রমণ করলেও কাতারের জালে আর কোনো বল জড়াতে পারেনি ডাচরা। ম্যাচশেষে ২-০ গোলের জয় নিয়েই নক-আউটের টিকিট নিশ্চিত করে নেদারল্যান্ড। বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে কোন ম্যাচ না জিতেই টুর্নামেন্ট শেষ করে কাতার।