Purba Bardhaman: শক্তিগড়ে বেলাইন লোকাল, রাত থেকে বেলা গড়িয়ে বিচ্ছিন্ন হাওড়া

শক্তিগড়ের কাছে লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন। রাত থেকে চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ। দুর্ঘটনার জন্য রাত থেকেই বর্ধমান থেকে হাওড়া যাওয়ার কর্ড লাইনের ট্রেন চলাচল বিঘ্নিত। লোকাল, এক্সপ্রেস সহ দূরপাল্লার ট্রেনগুলি আটকে আছে।

Shaktigarh

শক্তিগড়ের কাছে লাইনচ্যুত বর্ধমান-ব্যান্ডেল লোকাল ট্রেন। রাত থেকে চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ। দুর্ঘটনার জন্য রাত থেকেই বর্ধমান থেকে হাওড়া যাওয়ার কর্ড লাইনের ট্রেন চলাচল বিঘ্নিত। লোকাল, এক্সপ্রেস সহ দূরপাল্লার ট্রেনগুলি আটকে আছে।

মেন লাইন দিয়ে ট্রেন চলাচলের ক্ষেত্রেও সমস্যা। কারণ, শক্তিগড় হল বর্ধমান হাওড়া শাখার মেন ও কর্ড লাইনের সংযোগ। ফলে ধানবাদ, আসানসোল, বর্ধমান হয়ে হাওড়া যাওয়ার ট্রেন চলাচল বন্ধ।

   

Advertisements

ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল বুধবার রাত ৯ টা ২০ মিনিটে শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়। লাইন মালগাড়ির সঙ্গে লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। সিগনালিং ব্যবস্থার ত্রুটির কারণে এই দুর্ঘটনা। বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেন

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News