WhatsApp এ জালিয়াতি চক্র ঠেকাতে Truecaller এর হাত ধরছে মেটা

যোগাযোগের ক্ষেত্রে এক আঙুল পরিবর্তন নিয়ে এসেছে প্রযুক্তি উদাহরণ হল WhatsApp এর মতো মেসেজিং অ্যাপ।বর্তমানে আমাদের দেশের প্রায় ৯০% মানুষ WhatsApp এর মাধ্যমে কথোপকথন করেন।

Tackle WhatsApp Fraud Cycle

আধুনিক প্রযুক্তি আগে থেকে অনেকটাই উন্নত। বর্তমানে সাধারণ মানুষ প্রযুক্তি ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। বিশেষ করে, যোগাযোগের ক্ষেত্রে এক আঙুল পরিবর্তন নিয়ে এসেছে প্রযুক্তি উদাহরণ হল WhatsApp এর মতো মেসেজিং অ্যাপ।বর্তমানে আমাদের দেশের প্রায় ৯০% মানুষ WhatsApp এর মাধ্যমে কথোপকথন করেন।

তাছাড়া প্রয়োজনে ভিডিও কল থেকে শুরু করে অডিও কল সবই সম্ভব এই মেসেজিং অ্যাপের মাধ্যমে। অন্যদিকে ভিডিও ক্লিপ থেকে শুরু করে ছবি এমনকি নিজের লোকেশন পর্যন্ত পাঠানো যায় এই অ্যাপের মাধ্যমে। এক কথায় বলা চলে বর্তমানে দেশের জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হলো এটি।

তাই সর্বদাই অনলাইন প্রতারকদের নজর থাকে এই অ্যাপের উপর। সম্প্রতি মেটা একটি তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে বর্তমানে আমাদের দেশে প্রায় কয়েক হাজার মানুষ WhatsApp এর মাধ্যমে জালিয়াতির শিকার হয়েছেন। বিশেষ করে প্রায়ই বিদেশি নম্বর থেকে WhatsApp এ ফোন আসার একটা প্রকোপ দেখা দিচ্ছে।

ঠিক এই সমস্ত কারণে এবার truecaller এর সাথে জোট বাঁধতে চলেছে WhatsApp । আমরা সকলেই truecaller এর সাথে পরিচিত বিশেষ করে আমাদের ফোনে কোন অবাঞ্ছিত কল আসলেই তা আগে থেকে জানিয়ে দেয় এই অ্যাপ আর এবার হোয়াটসঅ্যাপেও নতুন ফিচার আনতে চলেছে মেটা। যার সাহায্যে Truecaller আগে থেকেই জানান দেবে WhatsApp এ কে এবং ঠিক কোন জায়গা থেকে আপনাকে ফোন করছে।