Onions at night: রাতে পেঁয়াজ খান? ডেকে আনছেন ভয়ংকর বিপদ!

ভাতের সাথে কষা মাংস হোক কিংবা রুটির সাথে তরকা! খাওয়ার পাতে কয়েক কুচি পেঁয়াজ (onions) না হলে যেন অনেকের চলেই না। খাবারের সাথে পেঁয়াজ খেতে বেশ ভালোই লাগে।

Eat onions at night

ভাতের সাথে কষা মাংস হোক কিংবা রুটির সাথে তরকা! খাওয়ার পাতে কয়েক কুচি পেঁয়াজ (onions) না হলে যেন অনেকের চলেই না। খাবারের সাথে পেঁয়াজ খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া পেঁয়াজে রয়েছে একাধিক গুন। পেট ঠান্ডা রাখতে পেঁয়াজের জুড়ি মেলা ভার। তবে আপনি কি জানেন, রাতের বেলায় খাবারের সাথে পেঁয়াজ খেলে হতে পারে ভয়ানক বিপদ।

অনেক সময় রাতের বেলা আমরা ভুল খাবার খেয়ে ফেলি। ফলে শারীরিক ভাবে অসস্তিতে পড়তে হয় আমাদের। অনেকেই রাতে খাবারের সাথে পেঁয়াজ খেতে পছন্দ করেন। যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। বিশেষ করে রাতে কাঁচা পেঁয়াজ খেলে গ্যাসের সমস্যা বহু গুণ বেড়ে যায়, যা থেকে হতে পারে গ্যাস স্ট্রোকের মত ভয়ানক বিপদ। এছাড়াও পেঁয়াজে প্রচুর পরিমাণে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ থাকে। ফাইবারের পরিমাণও বেশি থাকে পেঁয়াজে, যা কেউ কেউ ভালোভাবে হজম করতে পারে না। ফলে স্বাস্থে ক্ষতিকারক প্রভাব পড়ে।

রাতে আর কী কী খাওয়া যাবেনা?
•টমেটো—-
রাতেরবেলা টমেটো খাওয়া থেকে বিরত থাকুন। রাতে টমেটো খেলে হতে পারে অ্যাসিডিটি।

• লঙ্কার মতো ঝাল জিনিস—
রাতে লঙ্কার মত ঝাল জিনিস কিংবা অতিরিক্ত ঝাল জাতীয় কোন খাবার খাওয়া যাবেনা, হতে পারে সমস্যা।

•শুকনো ফল বা ড্রাই ফ্রুটস—
ড্রাই ফুডস শরীরের পক্ষে ভালো হলেও, রাতে তা একদমই খাওয়া উচিত নয়। অনেকেই রাতে শুকনো ফল খেতে পছন্দ করেন। সাবধান! রাতে শুকনো ফল খেলে পেটে ব্যথা বা ক্রাম্প হতে পারে। তাই রাতের বেলা শুকনো ফল খাওয়া থেকে বিরত থাকুন।
শারীরিক অসুস্থতা এড়াতে, এবং রাতের ঘুম নষ্ট না করতে চাইলে এই ধরনের খাবার এড়িয়ে চলুন।