Purba Bardhaman: বর্ধমানে তৃণমূল যুব নেতার পচা গলা দেহ উদ্ধার

tmc

যুব তৃণমূল কংগ্রেসের ওর্য়াড সভাপতির পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমানে। শহরের সুভাষচন্দ্র বাসিন্দা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম অভিজিৎ ধীবর ওরফে পাপ্পু। জানা যায়, ২০১১ সাল থেকে তৃণমূলের ছাত্রপরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০১৬ সালে রাজ কলেজের বিজয়ী প্রার্থী ছিলেন। এরপর ২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতির দায়িত্ব পান। বর্তমানে বর্ধমান পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার হঠাৎই তার আবাসন থেকে অস্বাভাবিক পচা গন্ধ বেরোতে থাকায় প্রতিবেশীদের সন্দহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে।‌ বর্ধমান সদর থানার পুলিশ দরজা ভেঙে তার পচা গলা দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে কিছু জানা যাচ্ছে না। প্রতিবেশীরা ধোঁয়াশার মধ্যে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।তৃণমূল ছাত্র পরিষদ সহ এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা খবর পেতে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। শোকস্তব্ধ সকলেই, যুব সভাপতির এহেন মৃত্যুর ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন সামনে এসেছে।

   

তৃণমূল কংগ্রেসের এক কর্মীর কথায়, “তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক। খবর পেয়ে আমরা হতবাক। আমরা শোকাহত, আমরা ওনার পাশে আছি।একজন সক্রিয় কর্মীর এহেন চলে যাওয়া বিরাট ক্ষতি।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন