Purba Bardhaman: নিজের বাড়িতেই বোমা মেরে ধৃত সিপিআইএম প্রার্থী, পলাতক স্ত্রী

পঞ্চায়েত ভোটের জেতার তাগিদে ব্যালট চুরি, একের পর এক খুনের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্ত শাসকদল টিএমসি। তবে বাম প্রার্থী যা করেছেন তাতে চমক বৈকি!…

Purba Bardhaman: নিজের বাড়িতেই বোমা মেরে ধৃত সিপিআইএম প্রার্থী, পলাতক স্ত্রী

পঞ্চায়েত ভোটের জেতার তাগিদে ব্যালট চুরি, একের পর এক খুনের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে অভিযুক্ত শাসকদল টিএমসি। তবে বাম প্রার্থী যা করেছেন তাতে চমক বৈকি! নিজের ঘরে বোমা মেরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে ধরা পড়লেন তিনি। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুরের ঘটনা। অভিযোগ, তৃণমূলকে ফাঁসাতে গিয়ে নিজের বাড়িতেই দলীয় সমর্থক রাম সরকারকে দিয়ে বোমা ফেলে সিপিআইএম প্রার্থী সুশান্ত মণ্ডল।

জানা গিয়েছে পঞ্চায়েত ভোটে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল পূর্ব বর্ধমানের জামালপুরে। সিট দখল করার জন্য তৃণমূল ও বাম সমর্থকরা একে অপরের উপরে হামলা শুরু করে। সেই সুযোগে বাম প্রার্থী নিজের বাড়িতে বোমা মেরে তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ।

   

গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের জামালপুর থানার পুলিশ জামালপুর এক পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের শাসক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা সিপিআইএম প্রার্থীকে গ্রেফতার করে। তবে এখনো পলাতক প্রার্থীর স্ত্রী তথা জামালপুর এক ব্লকের ১৩৯ নম্বর বুথের বাম প্রার্থী দেবিকা দেবনাথ। তার খোঁজেই তল্লাশি চালাচ্ছে পুলিশ।তবে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। এর সঙ্গে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক জল্পনা। সিপিআইএম কর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলছে একের পর এক শাসকদলের কর্মীরা।

Advertisements

পঞ্চায়েত ভোটে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম ও কেতুগ্রামে রাজনৈতিক সংঘর্ষে দুই বাম সমর্থকের মৃত্যু হয়েছে। খুনের অভিযোগ তৃণমূলের দিকে। আর কাটোয়ায় তৃণমূল সমর্থক খুনের ঘটনায় বাম শিবিরের বিরুদ্ধে অভিযোগ।