বেঙ্গালুরু বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর

আজ একদিকে যেমন বেঙ্গালুরুতে ২৬ টি বিজেপি বিরোধীদলের বৈঠক চলছে। তারই প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মুখ খুললেন। তিনি বললেন, হিংসা এবং রক্তস্নাত হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত…

আজ একদিকে যেমন বেঙ্গালুরুতে ২৬ টি বিজেপি বিরোধীদলের বৈঠক চলছে। তারই প্রেক্ষিতে এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি মুখ খুললেন। তিনি বললেন, হিংসা এবং রক্তস্নাত হয়েছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন। সিপিএম এবং কংগ্রেসের কর্মীরা খুন হয়েছেন তারপরেও তারা চুপ। বেঙ্গালুরুতে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের এক মঞ্চে উপস্থিতি নিয়ে এমনই কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা দেখেছেন কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে লাগাতার হিংসা চলেছে। একের পর এক খুন হয়েছে। এইসব বিষয়ে এরা মুখে কুলু এতে রয়েছে।

এর সঙ্গেই তিনি বলেন, কংগ্রেস ও সিপিএমের নিজেদের কার্যকর্তা নিজেকে বাঁচানোর আর্তনাদ করছেন। কিন্তু কিন্তু কংগ্রেস ও সিপিএমের নেতারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের কর্মীদের মরার জন্য ছেড়ে দিয়েছে।

আজ বেঙ্গালুরুতে ২৬ টি বিজেপি বিরোধী দল মহাবৈঠকে বসেছে। ২০২৪ এ মোদিকে সরিয়ে নিজেরা সিট দখল করার উদ্দেশ্যে আজকের এই বৈঠক। তাদের মোদি হাটাও কর্মসূচির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এহেন বক্তব্যে রীতিমত শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।