পঞ্চায়েত ভোটের আগে জমা জল সরানোর দাবিতে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে (Barrackpore-Kalyani Expressway) অবরোধ৷ অবরোধ করেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২৬ নম্বর সংসদের বাসিন্দারা৷ পরে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং মোহনপুর থানার হস্তক্ষেপে অবরোধ ওঠে৷উপপ্রধান বলেন, যেহেতু হাইরোডের কাজ চলছে যার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে আছে৷ পাম্প লাগিয়ে জল বার করার কাজ শুরু হয়ে গেছে দ্রুত সমস্যার সমাধান হবে।
জমা জল সরানোর দাবিতে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ
পঞ্চায়েত ভোটের আগে জমা জল সরানোর দাবিতে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে (Barrackpore-Kalyani Expressway) অবরোধ৷
