পুর নির্বাচন থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার আবেদন, দায়ের জনস্বার্থ মামলা

পুরভোট নিয়ে অশান্তি লেগেই রয়েছে। এবার চিফ সেক্রেটারিকে সরানো হোক নির্বাচনি প্রক্রিয়া থেকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। অভিযোগ…

TMC logo with flowers in the background

পুরভোট নিয়ে অশান্তি লেগেই রয়েছে। এবার চিফ সেক্রেটারিকে সরানো হোক নির্বাচনি প্রক্রিয়া থেকে। এই নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছে। অভিযোগ উঠেছে ভবানীপুর উপ নির্বাচনের জন্য মুখ্য সচিব দলদাসের মত আচরণ করছেন। এই পর্যবেক্ষণ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ। সেই পর্যবেক্ষণ মাথায় রেখে এই আবেদন জানালেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। আগামী কাল মামলার শুনানি।

এদিকে পুরভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে দিনভর অশান্তি রাজ্যের একাধিক জায়গায়। বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর এদিন একাদিক কেন্দ্রে অশান্তির ছবি চোখে পড়ল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবার, সাঁইথিয়া, দিনহাটা সহ কয়েকটি জায়গায় ছবি ধরা পড়েছে। এদিন ডায়মন্ড হারবারে তালিকায় নাম না থাকা তৃণমূলের ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র বজবজ পুরসভায় তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০টির মধ্যে ১২ টি আসন পেয়েছে। পুরবোর্ড কার্যত তৃণমূলেরই হতে চলেছে। এছাড়া সাঁইথিয়া পুরসভাতেও বিরোধী মনোনয়ন না থাকায় ১৬ টির মধ্যে ১৩ টি ওয়ার্ড গিয়েছে তৃণমূলের দখলে। দিনহাটায় ১৬ টির মধ্যে ৭ টি ওয়ার্ড পেয়েছে তৃণমূল।