ICC : ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে আলোচনায় কৃষ্ণা

একাই নিয়েছেন ৪ উইকেট। ছারখার করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ৯ ওভার বল করে দিয়েছেন মাত্র ১২ রান। প্রসিদ্ধ কৃষ্ণকে কুর্নিশ জানাচ্ছে আন্তর্জতিক…

একাই নিয়েছেন ৪ উইকেট। ছারখার করে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ। ৯ ওভার বল করে দিয়েছেন মাত্র ১২ রান। প্রসিদ্ধ কৃষ্ণকে কুর্নিশ জানাচ্ছে আন্তর্জতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি (ICC)।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ভারতের ব্যাটিং লাইন আপের ভিত নড়িয়ে দিয়েছিল তারা। শুরুতেই ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা। পার্টনারশিপ গড়ে ওঠার আগে একে একে সাজঘরে ফিরে গিয়েছিলেন বিরাট কোহলি, ঋষভ পন্থ। শেষ পর্যন্ত লোকেশ রাহুল এবং সূর্যকুমার কুমার যাদব জুটিতে অক্সিজেন পায় টিম ইন্ডিয়া। ভারতের টোটাল রানে অবদান রাখে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চমক তখনও বাকি। প্রসিদ্ধ কৃষ্ণকে চেনে কলকাতা। নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। তবে নিজের নামের প্রতি সুবিচার সেইভাবে কখনও করতে পারেননি প্রসিদ্ধ। প্রতিশ্রুতিবান ক্রিকেটার হিসেবে ধারাবাহিকতার অভাব বারেবারে ভুগিয়েছে তাঁকে। দেশের জার্সি গায়ে তাই নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন ভারতের এই তরুণ তুর্কি।

উইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপুর্ণ একদিনের ম্যাচে জ্বলে উঠলেন প্রসিদ্ধ কৃষ্ণা। কার উইকেট নিয়েছেন তিনি। হাত ঘুরিয়েছেন ৯ ওভার। তাঁর বলে উইকেট খুইয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্র্যান্ডন কিং, ডোয়েন ব্রাভো, অধিনায়ক নিকোলাস পুরান এবং কেমার রোচ। ভারতের ২৩৭ রানের জবাবে ক্যারিবিয়ানদের ইনিংস থেমে যায় ১৯৩ রানে।