ধর্মঘট উঠলেও কমেনি আলুর দাম, চরম ক্ষুব্ধ আমজনতা

এক দিকে বৃষ্টির ঘাটতি, অন্যদিকে তীব্র গরম। এই দুইয়ের কারণে কয়েক মাস ধরেই সবজির (Potato Price) দাম ঊর্ধ্বমুখী। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সমস্ত নিত্য…

potato

এক দিকে বৃষ্টির ঘাটতি, অন্যদিকে তীব্র গরম। এই দুইয়ের কারণে কয়েক মাস ধরেই সবজির (Potato Price) দাম ঊর্ধ্বমুখী। আলু, পেঁয়াজ, আদা, রসুন সহ সমস্ত নিত্য প্রয়োজনীয় সবজির দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এরই মধ্যে আলু ব্যবসায়ীরা রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ তুলে ধর্মঘটের সিদ্ধান্ত নেন। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা ধর্মঘটের জেরে হু হু করে বাড়তে থাকে আলুর দাম (Potato Price)। রাজ্যের অধিকাংশ জায়গায় হাফ সেঞ্চুরি করে ফেলে আলু।

পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি ময়দানে নামে রাজ্য সরকার। সরকারের সঙ্গে আলোচনার পর বুধবার ধর্মঘট উঠে যায়। তারপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও অধিকাংশ বাজারে আলুর দাম কমেনি বলে অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। রাজ্যের বেশ কয়েকটি জেলায় এখনও বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে আলু। নদিয়ার করিমপুর বাজারের পাইকারি আলু ব্যবসায়ী জানান, নতুন করে আলু না আসায় তাঁরা বাধ্য হয়েই বেশি দামে আলু বিক্রি করছেন। গাড়ি না এলে তাঁদের কিছু করার নেই।

   

কী কারণে দাম কমেনি আলুর? বাজারে বাজারে খোঁজ নিয়ে জানা গেল, বেশ কিছু বাজারে এখনও আলুর নতুন গাড়ি এসে পৌঁছয়নি। যার ফলে পূর্ববর্তী দাম অর্থাৎ ধর্মঘটের সময় যে দাম বৃদ্ধি হয়েছিল, সেই দামেই বিক্রি করা হচ্ছে আলু। এদিকে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তার আঁচ গিয়ে পড়েছে স্কুলেও। মিড-ডে মিল নিয়ে টানাপোড়ের তৈরি হয়েছে। নামমাত্র টাকায় পড়ুয়াদের পাতে কী ভাবে আলু দেওয়া যাবে তা নিয়েও চিন্তিত স্কুলগুলি। দাম না কমলে কী হবে, সেটাই বড় চিন্তা।

হারের হতাশা থেকে বাংলা-ভাগ, নাকি নেপথ্যে বিজেপির অন্য কোনও অভিসন্ধি?

আলুর দাম কমাতে কড়া পদক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলুর দাম নিয়ে মন্ত্রিসভার বৈঠক বসেছিল। সেই বৈঠকেই রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছিলেন মমতা। বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, দাম না কমা অবধি ভিন রাজ্যে আলু রফতানি করা হবে না। আগে রাজ্যে কমুক আলুর দাম, তারপর বাকিটা ভাবা যাবে। দুর্নীতি আটকাতে নতুন সংগঠন করতে হবে। গোটা বিষয়টি রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে দেখভাল করতে বলেন মমতা।

বুধবার বিকালে হুগলির হরিপালে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী দাবি করেছিলেন, বৃহস্পতিবার থেকেই কমবে আলুর দাম। খোলা বাজারে আলুর দাম প্রতি কিলো ৩০ টাকার নীচে হবে। কিন্তু আদতে তার থেকে অনেক বেশি দামে আলু কিনতে বাধ্য হচ্ছে আমজনতা। কবে থেকে সস্তায় আলু মিলবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা রাজ্যবাসীর।

রাজ্যের জমি অধিগ্রহণে অনীহা, বাংলায় রেল প্রকল্পে ঢিলেমির কারণ: রেলমন্ত্রী