Shantanu Thakur: ‘তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়’ পোষ্টার ঘিরে চাঞ্চল্য

সোমনাথ পাল, বনগাঁ: ‘তোলাবাজ শান্তনুকে (Shantanu Thakur) একটি ভোটও নয়’। রাতের অন্ধকারে গোটা স্টেশন চত্ত্বরে ট্রেনের গায়ে কে বা কারা সাঁটিয়ে দিয়েছে পোষ্টার I আর…

সোমনাথ পাল, বনগাঁ: ‘তোলাবাজ শান্তনুকে (Shantanu Thakur) একটি ভোটও নয়’। রাতের অন্ধকারে গোটা স্টেশন চত্ত্বরে ট্রেনের গায়ে কে বা কারা সাঁটিয়ে দিয়েছে পোষ্টার I আর তা নিয়েই চাঞ্চল্য ছড়ালো বনগাঁয় । তৃণমূল বলছে , এসবই বিজেপির গোষ্টী কোন্দলের জের I অন্যদিকে বিজেপি বলছে, এসব তৃণমূলের কারসাজী ছাড়া কিছুই নয় । আসন্ন লোকসভা ভোটের আবহে গোটা দেশ জুড়ে উত্তাপের পারদ ক্রমশ উর্দ্ধগামী I তবে ইতিমধ্যেই অন্যান্য রাজনৈতিক দলকে পিছনে ফেলে সারা দেশে ১৯৫ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে গেরুয়া শিবির I

বিজেপির সেই তালিকায় বনগাঁ লোকসভা আসনে ফের প্রার্থী হয়েছেন মতুয়া গড়ের শান্তনু ঠাকুর I লোকসভা ভোট কে সামনে রেখে চলতি মাসের পয়লা তারিখ থেকে বারংবার বাংলায় ছুটে আসছেন প্রধানমন্ত্রী স্বয়ং I বুধবার বারাসতের কাছারী ময়দানে প্রধানমন্ত্রীর নারী শক্তি বন্দনার সভার আগের রাতেই খোদ শান্তনু ঠাকুরের নামে এমন পোষ্টার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা লোকসভার আনাচে কানাচে । পোস্টারে বড় বড় করে লেখা রয়েছে “তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোট ও নয়। কল্যাণী এমস-এর তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক । শান্তনুর ঠাকুর তুমি পাঁচ বছরে করেছ কি? চাকরি বিক্রি ও তোলাবাজি ছাড়া আর কি ? চুপি সাড়ে সাঁটানো ওই পোস্টারের নিচে লেখা রয়েছে বনগাঁ সংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি I রাতের অন্ধকার কারা সাঁটালো পোষ্টার ? তা নিয়েই উঠছে প্রশ্ন I প্রসঙ্গত, প্রার্থী তালিকায় শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হতেই বিজেপির একাংশের কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেলেও দলের একটা বড় অংশের মধ্যে সে অর্থে উদ্দিপনা লক্ষ্য করা যায়নি । এমনকি বছর ভর যে কোনও রাজনৈতিক কর্মসূচীতে সেই ছবি ধরা পড়ে আকছাড় I

এক কথায় বলতে গেলে বনগাঁতে দীর্ঘদিন ধরেই অভ্যন্তরীণ কোন্দলে জেরবার বিজেপি নেতৃত্ব I এসবের সুত্রপাত অবশ্য বছর কয়েক আগে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচন কে কেন্দ্র করে । কার্যত সেই থেকেই লোকসভার বিধায়কদের সঙ্গে রাজনতিক দুরত্ব তৈরি হয় সাংসদের I দিনের পর দিন সেই ফাঁটল যে বেশ স্পষ্ট হয়েছে তা আর বুঝতে কারও বাকি নেই I বর্তমানে পরিস্থিতি এমন লোকসভার বিধায়কগন বনাম সাংসদ ও তার মনোনীত সভাপতি I এমনকি রাজনৈতিক কর্মকান্ডে এক পক্ষ অনুষ্ঠান করলে অন্য পক্ষকে আমন্ত্রণ করাও হয় না বলে অভিযোগ৷ বিজেপির এই গোষ্ঠী কোন্দলের ফাটল দিয়েই ঢুকে পড়ত পারে তৃণমূল I রাজনৈতিক পর্যবেক্ষক দের মত অবশ্য এমনটাই I

এদিনের ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা সৌমেন দত্ত বলেন ‘ পোষ্টার পড়ার ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল ‘ I এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল বলেন ‘ ভোটে হেরে যাওয়ার ভয়ে তৃণমূলীরাই রাতের অন্ধকারে পোস্টার সাঁটিয়ে আখের গোছাতে চাইছে । তবে যে যাই বলুক , যে যাই ভাবুক I ভোট দেবে মানুষ । ভোট হবে মোদীর নামে I বলছেন বনগাঁ বাসী সাধারণ নাগরিক I