বিজেপি কর্মী খুনের দিন অনুব্রতকে কী বলেছিলেন, সিবিআই প্রশ্নে বিধায়ক জেরবার

Post poll violence another tmc mla interrogated by cbi

ভোট পরবর্তী হিংসা মামলায় তৃণমূল কংগ্রেস নেতা ও বিধায়কদের জেরা করছে সিবিআই। সোমবার জেরার মুখে পড়লেন বীরভূমের ময়ূরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়।

এদিন পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে হাজিরা দেন বিধায়ক। জেরায় সিবিআই জানতে চায়, ইলামবাজারে বিজেপি কর্মী খুনের দিন অনুব্রত মণ্ডলের সঙ্গে কী কথা হয়েছিল।

   

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন খুন হন ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকার। সেই ঘটনায় একাধিক সাক্ষীদের বয়ানের ভিত্তিতে গত ৬ মাস ধরে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করেছে সিবিআই। এই মামলায় অনুব্রত ঘনিষ্ট একাধিক নেতা এবং তৃণমূল বিধায়কদের একটানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই।

আধ ঘন্টা সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে যান বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ২ মে আমি অনুব্রত মণ্ডলকে কোনও ফোন করেছিলাম কিনা তাই নিয়েও প্রশ্ন করেছিল। কেন ফোন করেছিলাম তাও জানতে চেয়েছিল। আসলে জেতার খবর অনুব্রতকে দেওয়ার জন্যই ফোন করেছিলাম বলে জানিয়েছি। সিবিআই তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন তিনি।

এর আগে এই মামলায় লাভপুরের বিধায়ক অভিজিৎ সিং এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাওয়াজ ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন