GTA election : ২৬ জুন পাহাড়ে নির্বাচনের সম্ভাবনা

শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সেরেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। এর পরেই জিটিএ নির্বাচন (GTA election) নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ২৬…

GTA elections

শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সেরেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। এর পরেই জিটিএ নির্বাচন (GTA election) নিয়ে জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ২৬ জুন হতে পারে জিটিএ নির্বাচন। ২৭ মে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নবান্ন।

চলতি বছরেই দার্জিলিং সফরে গিয়ে জিটিএ নির্বাচনের কথা ঘোষণা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। তখন থেকে তোরজোর শুরু করেছে নবান্ন। গতকালই স্বরাষ্ট্র দফতরের আধিকারিক এবং দার্জিলিং এবং কালিম্পং জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা৷ সব কিছু ঠিকঠাক থাকলে ২৭ মে বিজ্ঞপ্তি ঘোষণা করতে চলেছে নবান্ন৷

   

তবে জিটিএ নির্বাচন নিয়ে তার আগে তালঘোল পাকাতে শুরু করেছে। রাজ্য সরকারের সঙ্গে ২০১১ সালে যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি মেনে না নেওয়া অবধি নির্বাচন হবে না। সাফ ঘোষণা করেছে গুরুংপন্থী সংগঠন। এবিষয়ে অনশন কর্মসূচি শুরু করা হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে৷ শুধুমাত্র পাহাড় নয়, একই দাবীতে সমতলেও গতকাল পোস্টার পড়েছে। মনে করা হচ্ছে জিটিএ নির্বাচনের ইস্যুতে আরও একবার উত্তপ্ত হতে পারে পাহাড়।

এরই মধ্যে পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান না হাওয়া নির্বাচন নয়৷ এই দাবীতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছে জিএনএলএফ। জিটিএ নির্বাচন করানোর বিষয়ে রাজ্যকে পুনরায় বিবেচনা করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। পরবর্তী শুনানি রয়েছে ২১ জুন।

এর মধ্যে রাজ্য সরকার চাইলে নির্বাচন করিয়ে নিতে পারবে। কিন্তু ফলপ্রকাশ করতে পারবে না বলেই জানিয়েছে আদালত৷ একমাত্র রায় ঘোষণার পরেই নির্বাচন সম্ভব বলে জানিয়েছে আদালত। ফলে নতুন করে কোনও সমস্যার মুখে রাজ্য সরকারকে পড়তে হবে না তো? উঠছে প্রশ্ন।