অর্জুনের তৃণমূলে যাওয়ার অধিকার রয়েছে : শুভেন্দু

অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলে যেতেই পারেন তাঁর অধিকার রয়েছে। অর্জুন সিং সম্পর্কে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়,…

Suvendu Adhikari with arjun singh

অর্জুন সিং (Arjun Singh) তৃণমূলে যেতেই পারেন তাঁর অধিকার রয়েছে। অর্জুন সিং সম্পর্কে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর কথায়, এর আগে বাবুল সুপ্রিয়, মুকুল রায়, যেমন তৃণমূল থেকে এসেছিলেন। তবে অর্জুন সিং কি করবেন আমার জানা নেই। এখন স্যোশাল মিডিয়ায় পোস্ট করে দলবদল করা যায়।

যদিও পাটশিল্পের দুরাবস্থার কথা তুলে ধরে কেন্দ্রিয় সরকারের বিরুদ্ধে অর্জুন সিং যে পদক্ষেপ নিয়েছিলেন, সেটাকে সমর্থন করেন শুভেন্দু। তিনি বলেন, আমি তাঁর ইস্যুকে সমর্থন করি৷ তবে বিষয়টি প্রকাশ্যে না বলতে পারতেন। দলের নেতারা বুঝিয়েছিলেন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই বেসুরো অর্জুনের মানভঞ্জনে মাঠে নেমেছিল বিজেপি নেতারা। নিজাম প্যালেসে আলাদা করে অর্জুনকে নিয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং সৌমিত্র খাঁ। তারপরেও সংগঠন নিয়ে লাগাতার সমালোচনা করে গেছেন। পরে জেপি নাড্ডা অর্জুনের সঙ্গে বৈঠক করেন। অনেকেই ভেবেছিলেন অর্জুনের মানভঞ্জন হবে। কিন্তু তা হয়নি।

শনিবার স্যোশাল মিডিয়ায় অর্জুনের পোস্ট, আজ সমুদ্রকে নিয়ে গর্বিত, যেখানে ঝড় এসেছে নৌকা সেখানে নিয়ে চল। এরপরেই বিজেপি নেতাকে স্বাগত জানাতে শিল্পাঞ্চল জুড়ে একাধিক পোস্টার তারই উত্তর দিচ্ছে। মনে করা হচ্ছে, আজই তৃণমূলে যোগদান করতে চলেছেন তিনি।