Mukul Roy’s Visit to Delhi: কোন ফুলে মুকুল? বিজেপির নেতারা চাইছেন না তাঁকে!

দিল্লিতে গিয়ে মুকুল রায় (Mukul Roy’s Visit to Delhi) বললেন তিনি বিজেপিতেই রয়েছেন। অমিত শাহের সঙ্গে ফোনে কথা হয়েছে৷ শীর্ষ নেতৃত্বের তরফে কাজ করার কথা বলা হলেই কাজ শুরু করে দেবেন

Mukul Roy, Former TMC Leader and BJP National Vice-President

দিল্লিতে গিয়ে মুকুল রায় (Mukul Roy’s Visit to Delhi) বললেন তিনি বিজেপিতেই রয়েছেন। অমিত শাহের সঙ্গে ফোনে কথা হয়েছে৷ শীর্ষ নেতৃত্বের তরফে কাজ করার কথা বলা হলেই কাজ শুরু করে দেবেন৷ অথচ সোমবার থেকে দিল্লির নেতারা তাঁর সঙ্গে কথা বলছেন না৷ এমনকি বুধবার নাকি মুকুলের টিকি পাওয়া কার্যত কষ্টসাধ্য হয়েছে সাংবাদিক ও পুলিশের জন্য৷ তাহলে মুকুল এখন কোন ফুলে?

মুকুলকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের নেতারাই। মুকুল রায় সম্পর্কে শুভেন্দু অধিকারীর বক্তব্য, ওঁর বিষয়ে আমাদের উৎসাহ নেই। বুথ স্তরে যে কর্মীরা বিজেপির হয়ে লড়াই করতে পারবেন, তাঁদের চিহ্নিত করছি। তাঁদেরই প্রয়োজন। ওঁর মতো নেতাকে নিয়ে উৎসাহী নই আমরা। ঠারে ঠারে দিলীপ ঘোষও বুঝিয়ে দিয়েছেন মুকুল রায় রাজ্য রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। তাহলে দিল্লিতে গিয়ে কি করলেন মুকুল?

রাজনৈতিক মহলের ধারণা, ছেলের নাম শুভেন্দুর মুখে আসার পর থেকেই সিবিআইয়ের থেকে বাঁচতেই সেটিং করতে গেছেন তিনি। যদিও ছেলে শুভ্রাংশুর যুক্তি, তাঁর বাবা মানসিকভাবে স্থিতিশীল নন। কীভাবে সেটিং করবেন তিনি? কিন্তু মুকুল রায় জানালেন, এর আগে দিল্লিতেই অধিকাংশ সময় কাটিয়েছেন তিনি৷ তাই তাঁর এখন আসা নতুন কিছু নয়।

তাহলে কী দিল্লিতে গিয়ে সেটিং করতে পারলেন না মুকুল? মুকুল রায়ের গতিবিধির ওপর অনেক আগে থেকেই নজর ছিল রাজনৈতিক মহলের। সূত্রের খবর, রাজ্যের নেতাদের কথা শুনেই মুকুলের সঙ্গে কথা বলতে সময় দেননি অমিত শাহ। তাহলে কী খালি হাতে ফিরবেন মুকুল? আরও জোরালো হচ্ছে প্রশ্ন।