Madan Ghosh: জ্যোতিবাবুর ‘টাফ’ প্রশাসনের উত্তরসুরী মদন ঘোষ প্রয়াত

সিপিআইএমে শেষ হয়ে গেল মদন অধ্যায়। দেশের তখন পশ্চিমবঙ্গের অন্যতম কৃষক নেতা মদন ঘোষ প্রয়াত ( CPM Farmer Leader Madan Ghosh)।

Madan Ghosh, CPM Leader from West Bengal

সিপিআইএমে শেষ হয়ে গেল মদন অধ্যায়। দেশের তখন পশ্চিমবঙ্গের অন্যতম কৃষক নেতা মদন ঘোষ প্রয়াত ( CPM Farmer Leader Madan Ghosh)।  সিপিআইএম পূর্ব বর্ধমান জেলা কমিটি জানাচ্ছে, পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদকমণ্ডলী সদস্য, প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বর্ধমান জেলার প্রাক্তন সম্পাদক, বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি মদন ঘোষ ৮১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। জেলা দফতরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। মদন ঘোষের প্রয়াণে শোক জানিয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

মদন ঘোষ এমন এক নেতা যাঁর উপর ছিল এ রাজ্যে বাম জমানা শুরুর বছর ১৯৭৭ সাল থেকে কৃষক নেতৃত্ব দানের দায়িত্ব। পকবর্তী সময়ে তৎকালীন অবিভক্ত বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি ছিলেন তিনি। রাজ্যে বিগত বাম জমামার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কড়া প্রশাসনিক নিয়মের উত্তরসুরী হিসেবে পরিচিত ছিলেন মদন ঘোষ। পরবর্তী সময়ে দল ও সাংগঠনিক কাজে সেই কড়া ভূমিকা নিয়েছিলেন। বাম জমানার পর মদন ঘোষ দলীয় সাংগঠনিক কাজ দেখতেন। পরে বয়স জনিত কারণে সেই সব পদ থেকে অব্যাহতি নেন তিনি।

অশীতিপর মদন ঘোষ গত বিধানসভা নির্বাচনেও দলীয় প্রার্থীর হয়ে প্রচার মিছিলে ছিলেন। বাম জমানার পর বেশ কয়েকবার আক্রান্ত হন তিনি। তাঁর প্রয়াণে সিপিআইএম কড়া নেতাকে হারাল বলে মনে করছে রাজনৈতিক মহল।