Sandeshkhali: রাজনীতির অঙ্গনে ‘সন্দেশে’র স্বাদ বদল!

জানুয়ারির পাঁচ থেকে ফেব্রুয়ারির সাত। মাঝে সময় মাত্র এক মাস।‌ এরই মাঝে বঙ্গ রাজনীতির সন্দেশের স্বাদ বদল। কোনও সাধারণ সন্দেশ নয়। একেবারে সন্দেশখালির (Sandeshkhali) সন্দেশ।…

Political Landscape Shifts in Sandeshkhali

জানুয়ারির পাঁচ থেকে ফেব্রুয়ারির সাত। মাঝে সময় মাত্র এক মাস।‌ এরই মাঝে বঙ্গ রাজনীতির সন্দেশের স্বাদ বদল। কোনও সাধারণ সন্দেশ নয়। একেবারে সন্দেশখালির (Sandeshkhali) সন্দেশ। একদম হাতে গরম।

পাঁচই জানুয়ারির সকাল। পৌষের শীতে রেশন দুর্নীতির তদন্তে আসরে ইডি। সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বাড়িতে রেইড। তালা ভাঙার চেষ্টা কেন্দ্রীয় এজেন্সির।

সব চেষ্টা বৃথা। ত দন্ত করতে গিয়ে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হন তিন ইডি অফিসার। একজনের মাথাও ফাটে। তা নিয়ে জোর চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। বিরোধী শিবিরের গলায় আফসোস, হতাশা, ক্ষোভ, কটাক্ষ।  অন্যদিকে, তৃণমূলের একাংশ উৎফুল্ল।

সোশাল মিডিয়ায় লিখছেন, সন্দেশখালি ইডিকে ভালো সন্দেশ খাইয়েছে।
পথ দেখাচ্ছে সন্দেশখালি।
এভাবেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সারা দেশের সোচ্চার হওয়া উচিত।

১ মাসের মধ্যে ফের উত্তপ্ত সন্দেশখালি। সাধারণের বিক্ষোভ। নিশানায় তৃণমূল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের অনুগামীরা। তাদের বাড়িতে হামলা, ফার্মে আগুন। ভয়ে এলাকা ছেড়েছেন অনেক তৃণমূল কর্মী। এ নিয়ে আবারও শুরু চর্চা। সোশাল মিডিয়ার আলোচনায় আবার সন্দেশ। সন্দেশখালির সন্দেশ। এবারের আলোচনায় তৃণমূল নেই। ঘাস ফুল এখন বিরোধীদের নিশানায়।

তাহলে কি বদলে গিয়েছে সন্দেশখালির সন্দেশ? স্বাদ বদল? তেমন তো নয়। সমবেত বিক্ষোভ থেকে হামলা, সব তো একই আছে। স্বাদ বদলের তো কথা নয়। তবে, সন্দেশ তৈরির ময়রা এবং খাওয়ার লোক বদলে গিয়েছে।

যাঁকে নিয়ে এতকিছু হচ্ছে তাঁর কিন্তু দেখা নেই। পুলিশ টিকিও ছুঁতে পারেনি। তিনি শেখ শাহজাহান। সন্দেশখালির বেতাজ বাদশা। তাঁকে নিয়েই ঘটার ঘন ঘটা। হাতে গরম সন্দেশখালি। ভোটে গরম বাংলা।