Birbhum: ভোট শেষে বোমার পাহাড় বীরভূমে, মাড়গ্রামে আতঙ্ক

নির্বাচন শেষ গণনা প্রক্রিয়াও শেষ। এবারের পঞ্চায়েত ভোট যেখানে সব চেয়ে বেশি শান্তিপূর্ণভাবে হয়েছে সেই বীরভূমের মাড়গ্রাম থেকেই উদ্ধার হল বোমা। ৯০ টি বিস্ফোরক উদ্ধার…

তিন সপ্তাহ কেটে গেছে পঞ্চায়েত ভোট। অশান্তি থামেনি এখনও। বীরভূমে (Birbhum) সিউড়ির আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামে ফের উদ্ধার বোমা ভর্তি ড্রাম।

নির্বাচন শেষ গণনা প্রক্রিয়াও শেষ। এবারের পঞ্চায়েত ভোট যেখানে সব চেয়ে বেশি শান্তিপূর্ণভাবে হয়েছে সেই বীরভূমের মাড়গ্রাম থেকেই উদ্ধার হল বোমা। ৯০ টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এই এলাকা থেকে। এর মধ্যেই পাওয়া গিয়েছে সকেট বোমাও। ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে মাড়গ্রাম থানার পুলিশ ও বোম স্কোয়াড বাহিনী।

আজ মাড়গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৯০ টি বোমা। এর মধ্যে শুধুমাত্র হাত বোমাই নয় বরং অত্যাধুনিক সকেট বোমাও উদ্ধার হয়েছে। তবে এবার পঞ্চায়েত নির্বাচন একদম নজিরবিহীন হয়েছে এই বীরভূম জেলাতেই। ইতিহাসে প্রথম এবার সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বীরভূমে যেখানে এবার একটাও বোমা পর্যন্ত ফাটেনি। একটি গুলিও পর্যন্ত চলেনি এলাকায়। রাজ্যের বাকি জায়গায় সন্ত্রাসের খবর পাওয়া গেলেও একটিও মৃত্যুর খবর পাওয়া যায়নি এ বীরভূম জেলা থেকে। তবে নির্বাচন পরবর্তী সময় এত পরিমাণ বোমা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

কারা নিয়ে এসেছিল কেন নিয়ে এসেছিল এই গোটা বিষয় তদন্ত শুরু করেছে মাড়গ্রাম থানার পুলিশ। এবং জানা গিয়েছে কিছুক্ষণের মধ্যেই জেলা পুলিশের একটি টিম যাবে এবং বোমা গুলি নিষ্ক্রিয় করবে।

তবে জানা গিয়েছে গতকালও তারাপীঠে বোমা উদ্ধার হয়েছে এর সঙ্গেই নানুরেও উদ্ধার হয়েছিল বেশ কিছু সংখ্যক বোমা। তবে ভোট পরবর্তীকালেও এত পরিমান বোমা কেন উদ্ধার হচ্ছে এই নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে গোটা এলাকায়।