Howrah: বালিতে চাঁদাবাজি রুখতে গিয়ে মার খেল পুলিশ, এলাকাবাসী আতঙ্কিত

জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিস, আহত ASI সহ ২ পুলিসকর্মী। শুধু বালিতেই নয়, চাঁদার জুলুম রুখতে গিয়ে মার খেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন…

জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিস, আহত ASI সহ ২ পুলিসকর্মী। শুধু বালিতেই নয়, চাঁদার জুলুম রুখতে গিয়ে মার খেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তিন জনকে। ট্রাক চালকের থেকে পাঁচ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ ক্লাবের বিরুদ্ধে। টাকা দিতে অস্বীকার করায় গাড়ি আটকানোর অভিযোগ উঠছে। পুলিশ গেলে পুলিশকে মারধর করা হয়, হেনস্থা করা হয়েছে বলে এমনই অভিযোগ করা হচ্ছে। নিউ মার্কেট থানার এলাকার ঘটনা এটি। 

নিউ মার্কেট থানার অন্তর্গত নিউ মার্কেটের যে সবজি এবং মাছ-মাংসের বাজার রয়েছে তার লাগোয়া সোসাইটি গলির মধ্যে বন্ধুমহল ক্লাবের আয়োজনে বেশ কয়েক বছর ধরে এই কালীপুজো হয়ে আসছে। মণ্ডপের পিছনদিকেই একটি বসতি রয়েছে এবং সেখানকার বাসিন্দারাই এই পুজো বেশ কয়েক বছর ধরে করে আসছেন।জানা যাচ্ছে মাছ-মাংসের যে লড়ি গুলি ঢোকে সেগুলো এই সোসাইটি গলি দিয়েই নিউ মার্কেটের দিকে যায়। সেখানে একটি মাংসের গাড়িকে আটকে রেখে ৫ হাজার টাকা চাঁদার দাবি করা হয় বলে অভিযোগ। এরপর সেই গাড়ির চালক যখন টাকা দিতে অস্বীকার করে তখন তাকে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে নিউ মার্কেট থানার পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন এই এলাকার বাসিন্দারা, এমনকী মহিলারাও পুলিশের ওপর চড়াও হন বলে নিউ মার্কেট থানা থেকে অভিযোগ করা হয়েছে। এই ঘটনার জেরে ভোর থেকে তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত নিউ মার্কেট থানার পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তিন জনকেই আদালতে তোলা হলে তাদেরকে মহামান্য আদালত পুলিশি হেফাজত দিয়েছে।

অপর দিকে, জুয়ার ঠেকে হানা দিয়ে আক্রান্ত পুলিস, আহত ASI সহ ২ পুলিশকর্মী। হাসপাতালে চিকিৎসাধীন এক এএসআই সহ ২ পুলিশকর্মী। বালি থানার অন্তর্গত সীতারাম সরণি, সেখানে পুলিশের কাছে খবর ছিল যে গত রাতে জুয়ার আসর বসেছে। গোপন সূত্রে খবর পেয়ে সেই মত পুলিশ অভিযান চালায়। ASI প্রসেনজিৎ ঘোষ সহ আরও অন্য পুলিশকর্মীরা সেখানে অভিযান চালাতে গেলে তার কয়েকজনকে ধরে ফেলে এবং বাকি কয়েকজন পালিয়ে যায় যার মধ্যে বিনোদ সিং নামের একজন রয়েছে। সেই অভিযুক্ত পালিয়ে গেলেও সে পরে তার আরেক আইনজীবী দাদা বিকাশ সিং –কে ডেকে নিয়ে আসা হয়। সে দলবল নিয়ে এসে পুলিশের উপর তারা চরাও হয়। পুলিশকে মারধর করে এবং অন্য আসামীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমন অভিযোগ ওঠে। ঘটনায় এএসআই প্রসেনজিৎ ঘোষ এবং আরও এক পুলিশকর্মী আহত হন, তাদের হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসা করা হয়।