Anis Murder: আনিসের লাশ তুলতে গিয়ে বাধার সম্মুখীন পুলিশ

ছাত্রনেতা আনিস খানের মৃত্যু রহস্যের জট যেন কাটতেই চাইছে না। এবার এই ঘটনায় এক নতুন তথ্য প্রকাশ্যে এল। লাশ তুলতে গিয়ে হিমশিম খেতে হল রাজ্য…

ছাত্রনেতা আনিস খানের মৃত্যু রহস্যের জট যেন কাটতেই চাইছে না। এবার এই ঘটনায় এক নতুন তথ্য প্রকাশ্যে এল। লাশ তুলতে গিয়ে হিমশিম খেতে হল রাজ্য পুলিশকে। সোশ্যাল মিডিয়া মারফত পুলিশবাহিনী নিজেই সেই কথা জানিয়েছে।

Advertisements

পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, মাননীয় হাইকোর্টের নির্দেশে, আরও একবার ময়নাতদন্তের জন্য আনিশ খানের মৃতদেহ কবর খুঁড়ে উত্তোলন করতে গিয়ে আজ ম্যাজিস্ট্রেট এবং SIT-এর সদস্যদের চরমভাবে বাঁধার সম্মুখীন হতে হয় যেটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরিপন্থী। আর এহেন ঘটনায় নতুন করে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

   

 

উল্লেখ্য, আনিস মৃত্যু-রহস্যে এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আনিসের বাবা। আনিসের মৃত্যুর তদন্ত প্রথমে অতিরিক্ত পুলিশ সুপার (হাওড়া গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকারের নেতৃত্বে শুরু হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে আনিসের পরিবারের তরফ থেকে।