কলকাতা: দেশজুড়ে দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে বনধ ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মতো দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতেও বনধ সমর্থনে রাস্তায় নামেন বাম কর্মী-সমর্থকেরা। তবে এই শান্তিপূর্ণ আন্দোলনের মাঝেই ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা।
বনধ সমর্থনে পিকেটিং চলাকালীন এই ঘটনা
বুধবার সকালে বংশীহারীতে বনধ সমর্থনে পিকেটিং চলাকালীন থানার আইসি অসীম গোপ প্রকাশ্যে চড় মারেন সিপিএম নেতা মাজেদার রহমানকে। শুধু চড় মারাই নয়, তাকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সিপিএম নেতৃত্ব পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানিয়ে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আন্দোলনকারীদের সঙ্গে থানার আইসি অসীম গোপের কথাবার্তা শুরুতে স্বাভাবিক থাকলেও পরে তা বচসায় গড়ায়। আইসি বলেন, “পিকেটিং করতে পারবেন, কিন্তু গাড়ি আটকানো যাবে না।” উত্তরে সিপিএম নেতা মাজেদার রহমান জানান, “সারাদিন আন্দোলন করব।” এরপরই অসীম গোপ উত্তেজিত হয়ে বলেন, “গরম দেখাচ্ছেন?”, যার জবাবে মাজেদার বলেন, “না, গরম দেখাইনি।” এরপরই অসীম গোপ বাঁ হাতে সপাটে চড় মারেন মাজেদারকে।
পরিস্থিতি উত্তপ্ত Police Assault CPM Leader
ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীরা পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন— “পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো” ও “ধর্মঘটে পুলিশের অত্যাচার মানছি না, মানব না।”
বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সম্পাদক বাবলুচন্দ্র দে। তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছিলাম। কিন্তু উপরতলার নির্দেশে আমাদের নেতাকে চড় মেরে গ্রেফতার করা হল। পুলিশের এই আচরণ প্রমাণ করে তারা তৃণমূলের হয়ে কাজ করছে। আমরা এসডিপিও ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানাব। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামব।” অন্যদিকে, এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।