Paschim Bardhaman: পিকনিকেই যুবতীকে ‘ধর্ষণ করে খুন’, পুলিশ খুঁজছে সূত্র

murder

অর্ধনগ্ন মৃতদেহ। এরকমই অবস্থায় এক যুবতীর দেহ ঘিরে শোরগোল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার সালানপুরে। অভিযোগ ওই যুবতীকে ধর্ষণ করার পর খুন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।

মঙ্গলবার সালানপুরের বোলকুন্ডার বাসিন্দা যুবতী পিকনিক করতে গেছিলেন। বুধবার সে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। বৃহস্পতিবার সকালে বোলকুন্ডা গ্রামের রাস্তায় ধারে ঝোপের মধ্যে মিলেছে যুবতীর দেহ। মৃতের পরিবারের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে।

   

ঘটনায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকার মানুষ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কে বা কারা ওই যুবতীকে খুন করেছে, সেই দোষীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

এর আগে হাওড়ায় এক যুবতীর নগ্ন দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছিল দেহটি। আবার, মালদার হরিশ্চন্দ্রপুর এলাকায় খুনের পর অ্যাসিড দিয়ে মুখ বিকৃত করে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন