PM Narendra Modi: মমতার পরেই এবার বিজেপির নজরে উত্তরবঙ্গ, ৪ এপ্রিল বাংলায় জনসভা করবেন প্রধানমন্ত্রী

লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রস্তুতি তুঙ্গে রয়েছে দেশজুড়ে। জোরকদমে চলছে প্রচারপর্ব। এরই মাঝে বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সবকিছু ঠিকঠাক…

লোকসভা ভোটের (Loksabha Election 2024) প্রস্তুতি তুঙ্গে রয়েছে দেশজুড়ে। জোরকদমে চলছে প্রচারপর্ব। এরই মাঝে বড় চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল মাসে ফের বঙ্গে লোকসভা ভোটের প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী।

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ৪ এপ্রিল কোচবিহারে একটি জনসভা করবেন। উল্লেখ্য,

   

উত্তরবঙ্গ আসনের জন্য ভোটগ্রহণ প্রথমদিকেই রয়েছে। ১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি আসনে ভোট হবে। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট।

উত্তরবঙ্গের বাকি দুটি লোকসভা আসন, মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে ভোট হবে ৭ মে। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে এই সব আসনে দলীয় প্রার্থীদের নিয়ে জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী। চলতি মাসের মাঝামাঝি লোকসভা নির্বাচনের ঘোষণার পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বঙ্গ সফর।