‘হিংসার শিকার হচ্ছেন না তো’? বাংলার BJP কর্মীকে ফোনে জানতে চাইলেন প্রধানমন্ত্রী

লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে তপ্ত হয়ে রয়েছে সমগ্র দেশ। সেইসঙ্গে এই আসন্ন ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলার আবহাওয়াও যেন একটু বেশি গরম…

'হিংসার শিকার হচ্ছেন না তো'? বাংলার BJP কর্মীকে ফোনে জানতে চাইলেন প্রধানমন্ত্রী

লোকসভা ভোটকে (Loksabha Election 2024) কেন্দ্র করে তপ্ত হয়ে রয়েছে সমগ্র দেশ। সেইসঙ্গে এই আসন্ন ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলার আবহাওয়াও যেন একটু বেশি গরম হয়ে রয়েছে। আজ উত্তরবঙ্গের কোচবিহারে নিশীথ প্রামাণিকের সমর্থনে জনসভা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এরই মাঝে মালদহের বিজেপি (BJP) কর্মী লতিকা হালদারকে ফোন করলেন মোদী।

হিংসার শিকার হচ্ছেন না তো? লতিকাকে ফোন করে এমনটাই জানতে চাইলেন প্রধানমন্ত্রী। কর্মীদের পাশে থাকার বার্তা দেন মোদী। ফোনে লতিকার কাছে মোদী জানতে চান, ‘তৃণমূল অত্যাচার করছে না তো?’ এর উত্তরে মালদহের বিজেপি কর্মী জানান, “মহিলারা এক হয়েছেন তাই তৃণমূল আক্রমণ করার সাহস পাচ্ছে না। আমার ওয়ার্ডে সবাই ভালো কাজ করছে।” এদিকে প্রধানমন্ত্রীর ফোন পেয়ে বেজায় আপ্লুত লতিকা। ‘বাংলার ভোটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিংসা। বুথের সকলের সঙ্গে জনসংযোগ করুন।’ লটিকাকে ফোন করে এমনই বার্তা দিলেন মোদী।

Advertisements

আজ কোচবিহারে বিজেপির দুই প্রার্থী সমর্থনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথমবার বাংলায় পা রাখলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে আজ কোচবিহারে জনসভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকে নজর থাকবে সকলের।