
ছয় বছর পর নদিয়ার মাটিতে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহেরপুরে তাঁর জনসভা ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে কৌতূহল। ভোটমুখী বাংলায় এই সভা শুধুই প্রশাসনিক কর্মসূচি নয়, বরং স্পষ্ট রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মতুয়াদের কী বার্তা?
বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি বাংলায় প্রকাশিত হয়েছে SIR খসড়া ভোটার তালিকা। সেই তালিকায় বাদ পড়েছে বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের একাংশের নাম—যাদের বড় অংশই মতুয়া সম্প্রদায়ের। এর জেরে নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ক্ষোভ ক্রমেই বাড়ছে। একই সঙ্গে জোরালো হচ্ছে দ্রুত নাগরিকত্ব দেওয়ার দাবি। এই আবহেই নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভা, যা স্বাভাবিকভাবেই SIR ও নাগরিকত্ব ইস্যুতে মোদীর বক্তব্যের দিকে বাড়তি নজর টানছে।
শনিবারের সভা হবে তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে। সূত্রের খবর, প্রধানমন্ত্রী সকাল ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে সকাল ১০টা ৩৫ নাগাদ রওনা দিয়ে ১১টা ৫ মিনিটে তাহেরপুরে নামবেন তিনি। এরপর সড়কপথে ১১টা ১৫ মিনিট নাগাদ পৌঁছবেন সভাস্থলে।
নেতাজি পার্ক ময়দানে প্রশাসনিক সভা
জনসভা শুরুর আগে নেতাজি পার্ক ময়দানেই একটি প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী। এই সভা চলবে প্রায় আধ ঘণ্টা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই প্রশাসনিক সভা থেকেই মোদী ৩,২০০ কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।
এর মধ্যে উল্লেখযোগ্য, ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। শনিবার সেই অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, বারাসত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করার কাজের শিলান্যাসও করবেন তিনি।
কটা থেকে জনসভা?
প্রশাসনিক সভা শেষ হবে ১১টা ৪৫ মিনিট নাগাদ। এরপর বেলা ১২টা থেকে শুরু হবে জনসভা। প্রায় ৪৫ মিনিট ধরে মঞ্চে থাকবেন মোদী। এই সভায় তাঁর সঙ্গে উপস্থিত থাকতে পারেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও জাতীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি।
সব মিলিয়ে, ছয় বছর পর নদিয়ায় প্রধানমন্ত্রীর এই সভা শুধুমাত্র উন্নয়ন প্রকল্পের ঘোষণায় সীমাবদ্ধ থাকবে কি না, নাকি মতুয়া সমাজ ও নাগরিকত্ব প্রশ্নে কোনও রাজনৈতিক বার্তা দেবেন মোদী—সেদিকেই তাকিয়ে ভোটমুখী বাংলার রাজনীতি।









