বাংলাদেশে অশান্তির আবহের মধ্যেই শুরু বাস পরিষেবা! ভারত থেকে বুধবার সকালে বাংলাদেশের উদ্দেশ্য যাত্রীবাস ছাড়া হয়েছে। মার্কুইজ স্ট্রিট থেকে এদেশে আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের নিয়ে বাংলাদেশের রওনা দিল বাস। আবার অন্যদিকে ও পার বাংলা থেকে দেশে ফিরলেন ২০৫ জন ভারতীয়! এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে বুধবার সকালে ঢাকা থেকে দিল্লি ফিরেছেন তাঁরা। যাত্রী তালিকায় রয়েছে ছয় শিশুও।
৮৯.৯৭ টাকায় বিক্রি হচ্ছে ডিজেল, কলকাতায় পেট্রোলের রেট কত?
বুধবার থেকে দিল্লি-ঢাকা রুটে ফের বিমান পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। তবে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না এখনই। ওই রুটে আপাতত প্রতি দিন মাত্র দু’টি উড়ান চালু থাকছে। পাশাপাশি, বাংলাদেশে স্বাভাবিক পরিষেবা চালুর পথে ভিস্তারা এবং ইন্ডিগোও। ভিস্তারার একটি বিমান প্রতি দিন মুম্বই থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে। এ ছাড়া দিল্লি-ঢাকা সাপ্তাহিক তিনটি বিমান চলবে।
‘সাবধানতা অবলম্বন করুন’, ব্রিটেনে ভারতীয় ভ্রমণকারীদের বার্তা ভারতীয় হাই কমিশনের
অন্যদিকে শিলিগুড়ি সংলগ্ন সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হল ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি এবং রফতানি। গত কয়েক দিনে বিশাল আর্থিক ক্ষতির পর আপাতত স্বস্তিতে ব্যবসায়ী মহল। তাদের দাবি, শেষ তিন দিনে অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে বুধবার থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী যান চলাচল শুরু হওয়ায় হাঁফ ছাড়লেন তাঁরা।সোমবার বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর কড়া সতর্কতা জারি করেছিল বিএসএফ। বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে বন্ধ করে দেওয়া হয় বিমান চলাচলও। বন্ধ হয়ে যায় ভারত থেকে বাংলাদেশগামী ট্রেন, বাস।