Purulia: জানালা গলে রোগী পালাচ্ছিল, পুরুলিয়া হাসপাতালে শোরগোল

জানালা থেকে রোগী ঝুলছে। তাকে টানছে দমকল কর্মীরা। সে এক রোগী-দমকলে টানাটানি। রোগী বলছে ছেড়ে দাও আমি পালাব। দমকল কর্মীরা বলছেন, পালাবি কোথায় উঠে আয়।সবমিলে…

জানালা থেকে রোগী ঝুলছে। তাকে টানছে দমকল কর্মীরা। সে এক রোগী-দমকলে টানাটানি। রোগী বলছে ছেড়ে দাও আমি পালাব। দমকল কর্মীরা বলছেন, পালাবি কোথায় উঠে আয়।সবমিলে হইহই ব্যাপার
পুরুলিয়া (Purulia) দেবেন মাহাত সদর হাসপাতালে।

হাসপাতালের ওয়ার্ড থেকে জানালা দিয়ে রোগী পালানোর চেষ্টায় তীব্র শোরগোল পড়ে যায়। বিপজ্জনক অবস্থায় ঝুলে থাকা রোগীকে অনেক চেষ্টার উদ্ধার করে দমকল বাহিনী।

জানলা থেকে পালাতে গিয়ে ওই রোগী বিপদজ্জনক অবস্থায় ঝুলে থাকে। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা এসে রোগীটিকে উদ্ধার করে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয় মহম্মদ আমির। তারপর ওই ব্যক্তিকে পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ওই ব্যক্তি হাসপাতাল ওয়ার্ডের জানলা থেকে পালানোর চেষ্টা করে।

গোটা ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসা মাত্রই তারা দমকল বাহিনীকে খবর দেয়। এরপর দমকল বাহিনী এসে মই দিয়ে তাকে উপর থেকে নিচে নামায়। তবে এখানেই উঠছে প্রশ্ন যে, হাসপাতাল ওয়ার্ডে এমন জানলা কেনও রাখা হয়েছে যেখান থেকে সহজেই রোগীরা বাইরে বেরিয়ে যেতে পারে। এই নিয়েই প্রশ্ন তুলছে রোগীর আত্মীয়-স্বজন। এই ঘটনার জেরে গোটা হাসপাতাল জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।