Paschim Medinipur: পঞ্চায়েত ভোটের প্রচার শহরে! সিপিআইএমের হলটা কী?

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচার গ্রামে না করে শহরে করছেন বাম সমর্থকরা। এ এক অভিনব ব্যাপার। বুধবার মেদিনীপুর (Paschim Medinipur) শহরের পৌর এলাকায় পঞ্চায়েতের বাম…

পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচার গ্রামে না করে শহরে করছেন বাম সমর্থকরা। এ এক অভিনব ব্যাপার। বুধবার মেদিনীপুর (Paschim Medinipur) শহরের পৌর এলাকায় পঞ্চায়েতের বাম প্রার্থীদের সমর্থনে মাইক যোগে প্রচার হয় তারপরেই উঠেছে এই প্রশ্ন।

বুধবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের এলআইসি মোড়ে বাস স্টপেজের কাছে মাইক বক্স সহযোগে প্রচার চালান সিপিআইএম নেতারা। পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামের প্রার্থীদের সমর্থনে চলছে প্রচার। বাসস্টপেজে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা বাস দাঁড়াতে যাত্রীরা নামতেই হাতে ধরািয়ে দেওয়া হচ্ছে লিফলেট, প্রচার পত্র। এছাড়াও প্রচারে থাকছে মাইকিং।

এই প্রচারকে অভিনব ভাবনা মনে করে সিপিআইএম নেতা কুন্দন গোপ বলেন, প্রতিদিন কর্মসূত্রে বা কোনও কাজে গ্রামাঞ্চল থেকে বহু মানুষ শহরে এসে থাকে। আমাদের বার্তা সেই যাত্রীদের মাধ্যমে গ্রামের মানুষদের কাছে প্রচার করার উদ্যোগ। আমরা যে সমস্ত মানুষ বাসে করে মেদিনীপুর শহরে হাজির হচ্ছেন তাদের কাছে আমাদের বার্তা তোলার চেষ্টা করছি।

বামেদের অভিনব প্রচার ভাবনাকে ‘আত্মগ্লানি’ বলে কটাক্ষ করে তৃণমূল শ্রমিক সংগঠম আইএনটিটিইউসির সভাপতি বুদ্ধ মহাপাত্র বলেন, ” এরা এমন কাজ করে এসেছে যে গ্রাম মুখো হতে পারছে না। কোন মুখে গ্রামের মানুষের কাছে দলের প্রচার চালাবে ওরা? তাই লজ্জায় মুখ ঢাকতে শহরের ভিতরে থেকে পঞ্চায়েতের প্রচার চালাচ্ছে। এরা কখনোই সফল হবে না। মানুষ কখনোই এদের ভোট আর দেবে না‌”